চিনে নিন এই পাঁচ রাশিকে, প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না

রইল পাঁচ রাশির কথা। প্রেমের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। দেখে নিন কেনে এমন হয়ে থাকেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে সকলের সঙ্গে মধ্যে মধ্যে রয়েছে তফাত। কেউ স্বার্থপর, তো কেউ পরোপকারী। কেউ দয়ালু তো কেউ কঠিন মনের। তেমনই কেউ শান্ত ও কেউ উদ্ধত। এমন সকলের সঙ্গে সকলের রয়েছে তফাত। এই তফাত যেমন ব্যক্তির আচরণে তেমনই তফাত ব্যক্তির মানসিকতায়। এই রাশির কারণে ভিন্ন মানসিকতা প্রেম নিয়েও। প্রেম নিয়ে কেউ উদাসীন তো কেউ খুবই সতর্ক। আবার কেউ সঙ্গীকে চালনা করতে চান তো কেউ সঙ্গীর সকল সুবিধার দিকে খেয়াল রাখেন। আজ রইল পাঁচ রাশির কথা। প্রেমের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। দেখে নিন কেনে এমন হয়ে থাকেন।

মকর রাশি

Latest Videos

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। তাই সব সময় থাকুন সতর্ক। এরা এমন স্বভাবের হয়ে থাকেন।

বৃশ্চিক রাশি

অন্যকে দুঃখ দিতে ওস্তাদ এরা। প্রতিশ্রুতি ভাঙতে দুবার ভানে না। ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা সকলের থেকে আলাদা। তাই দূরে থাকুন এদের থেকে।

তুলা রাশি

এদের এই স্বভাবের কারণে সকলে বিরক্ত হন তুলা রাশির ওপর। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না।

মেষ রাশি

বাকি তিন রাশির সঙ্গে মেষ রাশির বিস্তর মিল। প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে সবাধান থাকুন।

ধনু রাশি

এরাও বাকি রাশির জাতক জাতিকার মতো। রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। প্রতিশ্রুতি ভাঙতে ওস্তাদ এরা, ভুলেও এদের কথা বিশ্বাস করবেন না। এদের কথা যারা বিশ্বাস করে তারা খুবই কষ্ট পেয়ে থাকেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান। এরা এমন স্বভাবেন হয়ে থাকেন।

 

আরও পড়ুন-

এই একাদশীর উপবাস করা অত্যন্ত শুভ, জেনে নিন উৎপন্ন একাদশীর শুভ সময় ও পূজা পদ্ধতি

রবিবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন তালিকায় কে কে আছেন 

শনির দোষ কাটাতে একেবারে অন্যমত এই উপায়, শনিবার করতে হবে এই কাজগুলো

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি