সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন এই চার রাশি, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Jan 07, 2023, 01:31 PM IST
astrology

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। এরা বুদ্ধি মান হন। তবে, এরা সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল বিস্তারিত।

বুদ্ধি, হাস্যরস বোধ থেকে শুরু করে ভাবনা সব দিক দিয়ে সকলের সঙ্গে সকলের মধ্যে রয়েছে তফাত। আজ রইল চার রাশির কথা। এরা বুদ্ধি মান হন। তবে, এরা সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল বিস্তারিত।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করে থাকেন এরা। এরা নিজের সুন্দর ইমেজ তুলে ধরতে চান সকলের সামনে। এরা অ্যাডভেঞ্চারে বিশ্বসী হয়ে থাকেন।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা নিজের আধিপত্য বজায় রাখতে চান। এই রাশির ছেলে মেয়েরা নিজের ইতিবাচক ইমেজ তুলে ধরতে চান। এরা ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের তালিকায় পড়েন। এই রাশির ছেলে মেয়েরা নিজের বুদ্ধির বিকাশ করতে চান। সকলকে জানাতে চান নিজের জ্ঞানের কথা। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা সকলেন দৃষ্টি আকর্ষণ করতে চান। এই রাশির ছেলে মেয়েরা সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন। এরা সকলের থেকে আলাদা হন। এই রাশির ছেলে মেয়েরা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে নিজের জ্ঞানের বিকাশ করে থাকেন।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। সকলের সামনে নিজের জ্ঞানের বিকাশ করে থাকেন এরা। যে কোনও কাজ এরা বুদ্ধি দিয়ে বিচার করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। নিজের বুদ্ধির বিকাশ করাই হল এদের উদ্দেশ্য। এই রাশির ছেলে মেয়েরা সব সময় নিজের জ্ঞানের বিকাশ করে থাকেন।

 

বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সে কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ পরোপকারী তো কেউ স্বার্থপর। কেউ উদার তো কেউ সংকীর্ণ মনের। তেমনই কেউ জ্ঞানের প্রচার করেন তো কেউ তা নিজের মধ্যে রাখতে চান। তেমনই আলাদা স্বভাবের হন এই চার রাশি। সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন এরা। এমনই উল্লেখ আছে আমাদের শাস্ত্রে। যে কোনও ব্যক্তির সম্পর্কে জানতে ভরসা রাখতে পারেন শাস্ত্রের ওপর। 

 

আরও পড়ুন-

২০২৩ সালে রাহু টাকা দিয়ে ভরিয়ে দেবে এই রাশিগুলিকে, পকেট খালি থাকবে না

পারফিউম নিয়ে ফ্যাসিনেশন থাকে এই চার রাশির, দেখে নিন এই তালিকায় কে কে আছেন

জানুয়ারি মাস থেকেই এই রাশির উপর ভেঙে পড়তে পারে বিপদের পাহাড়, সতর্ক থাকুন এখন থেকেই

 

 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির