বিচ্ছেদের দুঃখ চেপে রেখে সর্বদা হাসি মুখে থাকেন এরা, রইল চার রাশির ছেলে মেয়েদের কথা

কেউ সহজে প্রাক্তনকে ভুলে যান তো কেউ দীর্ঘ সময় নিয়ে থাকেন। কেউ বিচ্ছেদের পর সহজে নিজেকে সামলে নিয়ে থাকেন তো কেউ মানসিক চাপে থাকেন। আজ রইল চার রাশির কথা। বিচ্ছেদের দুঃখ চেপে সব সময় হাসি মুখে থাকেন এরা।

কারও জীবনে প্রেম হয় আনন্দের তো কারও দুঃখের। কেউ সম্পর্কে জড়ানোর পর জীবনের সব রকম আনন্দ পান তো কারও জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তেমনই বিচ্ছেদের পরও সকলের অনুভূতি হয় ভিন্ন। কেউ সহজে প্রাক্তনকে ভুলে যান তো কেউ দীর্ঘ সময় নিয়ে থাকেন। কেউ বিচ্ছেদের পর সহজে নিজেকে সামলে নিয়ে থাকেন তো কেউ মানসিক চাপে থাকেন। আজ রইল চার রাশির কথা। বিচ্ছেদের দুঃখ চেপে সব সময় হাসি মুখে থাকেন এরা। দেখে নিন তা তালিকায় কে কে আছেন। কারা এমন স্বভাবের হয়ে থাকেন।

কর্কট রাশি

Latest Videos

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা মনের কষ্ট চেপে রাখতে ওস্তাদ। বিচ্ছেদের পর এরা প্রাক্তনকে সহজে ভুলতে পারেন না। তবে, মনের কষ্ট চট করে প্রকাশও করেন না এরা। নিজের মনের কষ্ট চেপে রেখে আনন্দ করেন এরা।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। মনের ব্যথা চেপে রাখতে ওস্তাদ এরা। মনে যতই কষ্ট হোক তা এরা ব্যক্ত করতে চান না। নিজের দুঃখ অন্য কাউকে জানানোর পক্ষপাতী নন এরা।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। ব্রেকআপের পর সকলের সঙ্গে মেলামেশার পরিবর্তে এরা একা থাকতে পছন্দ করেন। এরা চাপা স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। বিচ্ছেদের কষ্ট মনে রেখে দেন এরা।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। বিচ্ছেদের দুঃখ চেপে সব সময় হাসি মুখে থাকেন এরা। এদের মনের অনুভূতি বোঝা কঠিন। এরা সকলের থেকে আলাদা হন।

প্রেমের সম্পর্ক নিয়ে সকলের ধারণা ভিন্ন। প্রেমের সম্পর্ক সকলের সামান নয়। বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। সে কারণেই ভিন্ন এই চার রাশির প্রেমিক প্রেমিকারা। শাস্ত্র মতে, বিচ্ছেদের দুঃখ চেপে সব সময় হাসি মুখে থাকেন এরা। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের।

 

 

আরও পড়ুন

দোল যাত্রার দিনে কোন রাশির পকেটের জোর কেমন থাকবে, দেখে নিন মঙ্গলবারের আর্থিক রাশিফল

ধনু রাশির মার্চ মাসে প্রেম জীবনে দুর্দান্ত সুখ মিলবে, জেনে নিন কেমন কাটবে এই মাস

দোলের দিন সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা, বসন্ত উৎসব হতে চলেছে কঠিন

 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র