এই কয়টি খারাপ আচরণের কারণে অনেকের অপছন্দের মানুষ হল মিথুন রাশি, দেখে নিন তালিকা

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। তবে, এদের মধ্যে এমন কয়টি খারাপ আচরণ আছে যে কারণে অনেকেই এদের পছন্দ করেন না। দেখে নিন কেমন স্বভাবের মানুষ হন মিথুন রাশি।

বৈদিক শাস্ত্র রয়েছে ১২টি রাশির কথা। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে সকলের সঙ্গে সকলের মধ্যে মানসিকতা ও আচরণের রয়েছে পার্থক্য। এই রাশির কারণেই কেউ শান্ত তো কেউ চঞ্চল। কেউ স্পষ্ট বক্তা তো কেউ চুপ থাকতে পছন্দ করেন। আমরা সকলেই সকলের থেকে আলাদা। শাস্ত্র ব্যক্তির আচরণ ও মানসিকতা নিয়ে রয়েছে বিস্তর তথ্য। সেই তথ্য থেকে জানান যায় কারও মধ্যে খারাপ ও ভালো উভয় আচরণে পরিমাণ কত। আজ রইল মিথুন রাশির কথা। রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। তবে, এদের মধ্যে এমন কয়টি খারাপ আচরণ আছে যে কারণে অনেকেই এদের পছন্দ করেন না। দেখে নিন কেমন স্বভাবের মানুষ হন মিথুন রাশি।

 

Latest Videos

অধিক উদ্বেগ থাকে এদের। এই রাশির ছেলে মেয়েরা নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তবে, এরা সহজে ভয় পেয়ে যান। এদের এই আচরণে বাকিরা বিপদে পড়েন।

অধিক আগেবপ্রবণ মানুষ হন এরা। এই আবেগের বসে প্রায়শই ভুল কাজ করে ফেলেন। যা নিয়ে পরে সমস্যায় পড়তে হয় এদের। আবেগের না জেনে ব্যক্তির সঙ্গে ভুল আচরণও করে থাকেন এরা।

 

দ্বিমুখী স্বভাবে মানুষ হন মিথুন রাশির ছেলে মেয়েরা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য দ্বিমুখী আচরণ করে থাকেন। সামনে এক রকম তো পিছনে অন্য রকম হন এরা। মিথুন রাশির ছেলে মেয়েদের থেকে সতর্ক থাকুন।

তীব্র মেজাজ হয় মিথুন রাশির। নিজের মেজাজের ওপর এদের একেবারে নিয়ন্ত্রণ নেই। অপছন্দর কিছু হলে এরা মেজাজ দেখিয়ে ফেলন। সে কারণে বিপদে পড়েন এরা। সতর্ক থাকুন মিথুন রাশির প্রসঙ্গে। এরা প্রায়শই ভুল কাজ করে থাকে।

 

অত্যন্ত ব্যঙ্গ করে এরা। লোককে ব্যঙ্গ করে মজা পান। সে কারণে অনেকে এদের অপছন্দ করেন। কাউকে ব্যঙ্গ করতে গিয়ে বহু বার বিপদে পড়েন এরা। তা সত্ত্বেও নিজের আচরণের বদল করেন না মিথুন রাশির ছেলে মেয়েরা। এই কয়টি খারাপ আচরণের কারণে অনেকের অপছন্দের মানুষ হল মিথুন রাশি। এদের এই সকল নেতিবাচক আচরণের জন্য অধিকাংশ এদের ভুল বুঝে থাকেন। তাই সতর্ক থাকুন মিথুন রাশির ছেলে মেয়েদের থেকে।

 

আরও পড়ুুন-   নভেম্বর মাসে এই ৭ রাশির হাতে আসবে প্রচুর ধন সম্পত্তি, দেখে নিন সেই তালিকা

আরও পড়ুন- মঙ্গলবারে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে এই ৮ রাশি, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

আরও পড়ুন- মঙ্গলবারে ৬ রাশির সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের আশঙ্কা রয়েছে, জেনে নিন ১২ রাশির মঙ্গলবারের লাভ লাইফ

Share this article
click me!

Latest Videos

শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন Dilip Ghosh
Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi : 'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব'
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে