Bargaining- এ ওস্তাদ হন এই চার রাশি, সব সময় সস্তায় জিনিস কিনে থাকেন এরা

Published : Apr 03, 2023, 05:52 PM IST
astrology thumb

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, কিছু কেনার আগে পরখ করে কেনে এরা। Bargaining- এ ওস্তাদ হন এই চার রাশি, সব সময় সস্তায় জিনিস কিনে থাকেন এই চার রাশির জাতক জাতিকা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। এমন কারণের বন্ধুত্ব নিয়ে মানসিকতার পার্থক্য রয়েছে আমাদের। আমরা সকলে সকলের থেকে ভিন্ন। তেমনই কেউ কেনাকাটার ব্যাপারে দিল খোলা তো কেউ নয়। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, কিছু কেনার আগে পরখ করে কেনে এরা। Bargaining- এ ওস্তাদ হন এই চার রাশি, সব সময় সস্তায় জিনিস কিনে থাকেন এই চার রাশির জাতক জাতিকা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। সব সময় সস্তায় জিনিস কিনে থাকেন। খুব ভালো দামা-দামি করেন এই রাশির ছেলে মেয়েরা।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। কেনা কাটার ব্যাপারে ওস্তাদ হন এরা। দামি জিনিস সস্তায় কিনে থাকেন এই তিন রাশির ছেলে মেয়েরা।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। কিছু কেনার আগে পরখ করে কেনে এরা। Bargaining- এ ওস্তাদ হন এই রাশি, সব সময় সস্তায় জিনিস কিনে থাকেন এরা। কেনাকাটা করতে এদের সাহায্য নিতে পারেন।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। কেনা কাটার ব্যাপারে ওস্তাদ হন এরা। সব সময় কম টাকা দিয়ে দামি জিনিস কিনে থাকেন। কিছু কেনার আগে পরখ করে কেনে এরা। Bargaining- এ ওস্তাদ হন এরা। ছোটখাটো সব জিনিস সব সময় সস্তায় কিনে থাকেন।

শাস্ত্র মতে, সকলের আলাদা আলাদা শখ। তেমনই পার্থক্য রয়েছে সকলের মানসিকতায়। এই অনুসারে ভিন্ন এই চার রাশি। শাস্ত্র মতে, এরা Bargaining- এ ওস্তাদ হন এরা। ছোটখাটো সব জিনিস সব সময় সস্তায় কিনে থাকেন। কেনাকাটা করতে ভালোবাসেন এই চার রাশির ছেলে মেয়েরা।

 

আরও পড়ুন

২০২৩ সালের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আপনার জীবনে বড় প্রভাব ফেলবে, জেনে রাখুন বিস্তারিত

Hanuman Jayanti 2023 : বজরঙ্গবলীর বিশেষ আশীর্বাদ এই রাশিগুলির উপর থাকবে, অর্থ ও সাফল্য মিলবে

Mahavir Jayanti 2023: সাফল্যের রহস্য লুকিয়ে আছে মহাবীরের এই ৫ নীতির মধ্যে, জেনে নিন সেগুলো কী কী

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল