হিংসুটে স্বভাবের হন এই চার রাশি, অন্যের সুখ দেখলে অধৈর্য হয়ে পড়েন এরা, রইল তালিকা

জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, সকল ব্যক্তির স্বভাবের উল্লেখ। আজ রইল চার রাশির কথা। অন্যের সুখ দেখলে অধৈর্য হয়ে পড়েন এরা, রইল তালিকা।

কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ পরোপকারী তো কেউ স্বার্থপর। কেউ উদার তো কেউ সংকীর্ণ মনের। তেমনই কেউ অন্যের সুখ দেখলে খুশি হন তো কেউ অন্যের সুখ সহ্য করতে পারেন না। সকলের সঙ্গে রয়েছে সকলের বিস্তর তফাত। কোন ব্যক্তি কেমন তা জানতে চাইলে ভরসা রাখতে পারেন শাস্ত্রের ওপর। জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, সকল ব্যক্তির স্বভাবের উল্লেখ। আজ রইল চার রাশির কথা। অন্যের সুখ দেখলে অধৈর্য হয়ে পড়েন এরা, রইল তালিকা।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা অস্থির মনের মানুষ হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা হিংসুটে স্বভাবের হয়ে থাকেন। কারও সুখ দেখলে হিংসা করেন। অস্থির হয়ে পড়েন এরা।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা কারও প্রশংসা সহ্য করতে পারেন না। এরা অন্যের সুখ দেখলে ঈর্ষা করেন। এই রাশির ছেলে মেয়েরা অন্যের সুখ দেখলে অধৈর্য হয়ে পড়েন। এরা হিংসুটে স্বভাবের হয়ে থাকেন।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এরা অন্যের আনন্দ দেখতে সহ্য করতে পারেন না। এরা সব সময় হিংসা করেন। সকলের সব জিনিস নিয়ে প্রতিযোগিতা করা এদের স্বভাব। এরা সব সময় এগিয়ে থাকতে চান। সকলকে টেক্কা দিতে চান। আর তা না পারলে হিংসা করেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এদের এই স্বভাবের জন্য অনেকে এদের পছন্দ করেন না।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। আবেগপ্রবণ হন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা অন্যের সুখ দেখলে অধৈর্য হয়ে পড়েন। কারও সুখ সহ্য করতে পারেন না। অন্যের সুখ দেখলেই এদের মেজাজ পরিবর্তন হয়। আপনার পরিচিত কারও রাশি বৃশ্চিক হলে সতর্ক থাকুন। এরা সকলের থেকে আলাদা। এদের এই একটি স্বভাব সকলের থেকে এদের আলাদা করে থাকেন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সতর্ক থাকুন। এরা হিংসুটে স্বভাবের হয়ে থাকেন। এরা কারও সুখ দেখতে পারেন না। রেগে যান অন্যের সুখ দেখলে। সতর্ক থাকুন এদের থেকে। 

আরও পড়ুন-

সুযোগ পেলেই নিজের বুদ্ধিমত্তার প্রদর্শন করেন এই চার রাশি, দেখে নিন তালিকায় কে কে আছেন

২০২৩ সালে রাহু টাকা দিয়ে ভরিয়ে দেবে এই রাশিগুলিকে, পকেট খালি থাকবে না

পারফিউম নিয়ে ফ্যাসিনেশন থাকে এই চার রাশির, দেখে নিন এই তালিকায় কে কে আছেন

 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News