Zodiac Signs: আজ রইল চার রাশির কথা, যে কোনও বিপদ কাটিয়ে ওঠার ক্ষমতা থাক এদের

Published : Sep 20, 2023, 12:56 PM IST
International Astrology Day

সংক্ষিপ্ত

বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই চার রাশি একেবারে আলাদা মনের মানুষ হয়ে থাকেন। সাহসী হয়ে থাকেন এই চার রাশি।

কেউ বিপদ দেখলে ঘাবড়ে যান। তো কেউ সাহসের সঙ্গে সকল পরিস্থিতির মোকাবিলা করে থাকেন। আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আজ রইল চার রাশির কথা, যে কোনও বিপদ কাটিয়ে ওঠার ক্ষমতা থাক এদের।

মেষ রাশি- মেষ রাশির ছেলে মেয়েরা খুবই সাহসী হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা জটিল পরিস্থিতিতে সহজে ঘাবড়ে যান না। বরং, যে কোনও জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, ঠান্ডা মাথায় তা চিন্তা করে থাকেন। রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল।

ধনু রাশি- রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। ধনু রাশির ছেলে মেয়েরাও আছেন এই তালিকায়। এরাও সাহসী স্বভাবের হয়ে থাকেন। এরা নতুন জিনিস সহজে গ্রহণ করতে পারেন। তেমনই এই রাশির ছেলে মেয়েরা প্রতি নিয়ত নিজের জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা চানান। নতুন সংস্কৃতির অন্বেষণ করেন। তেমনই সাহসী মনের মানুষ হন এরা। যে কারণে যে কোনও জটিল পরিস্থিতি থেকে এরা সহজে মুক্তি পেয়ে যান।

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। কুম্ভ রাশির ছেলে মেয়েদেরও ফেলতে পারেন এই তালিকায়। এরা আধ্যাত্মিক ধ্যান ধারণায় বিশ্বাসী। এরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। এরা সহজে কোনও বিষয় হার মানেন না। এরা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পছন্দ করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা হয়ে থাকে।

সিংহ রাশি- রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। সিংহ রাশির ছেলে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এরা সাহসী স্বভাবের হন। এরা যে কোনও বিষয় বুদ্ধিমত্তার সঙ্গে সামনা করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সাহসী স্বাভাবে হন। যে কারণে এরা সকল জটিল পরিস্থিতি থেকে সহজে মুক্তি পেয়ে যান।

বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২ রাশির। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। আর তার প্রভাব পড়ে ব্যক্তির ওপর। সে কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ পরোপকারী তো কেউ স্বার্থপর। কেউ উদার তো কেউ সংকীর্ণ মনের। তেমনই কেউ দুর্বল মনের তো কেউ সাহসী। এই কারণেই এই চার রাশি একেবারে আলাদা মনের মানুষ হয়ে থাকেন।

 

আরও পড়ুন

Numerology Predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বুধবার দিন, রইল জ্যোতিষ গণনা

Daily Horoscope: বুধবার এই রাশিগুলির স্বপ্ন পূরণের দিন, দেখে নিন আপনার আজকের রাশিফল

Pitru Paksha 2023: মৃত্যুর সময় ৫টি জিনিস সঙ্গে থাকলে স্বর্গলাভ হয় আত্মার, মেলে পাপ থেকে মুক্তি

PREV
click me!

Recommended Stories

মীন রাশিতে শনির সাড়ে সাতি, জেনে নিন শনি দেবতার রোষ থেকে বাঁচতে কী করবেন
শনিদেবের আশীর্বাদ! ২০২৬ সালে এই ৩ রাশি হাতে পাবেন মুঠো মুঠো টাকা আর সুনাম