সহকর্মী হিসেবে মোটেও ভালো মানুষ নন, এদের কারণে বিপদে পড়েন অনেকে, চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের

Published : Feb 28, 2023, 02:42 PM IST
women colleagues

সংক্ষিপ্ত

আজ রইল চার রাশির কথা। ভুলেও এদের সঙ্গে অফিসে বন্ধুত্ব করবেন না। শাস্ত্র মতে, সহকর্মী হিসেবে মোটেও ভালো মানুষ নন, এদের কারণে বিপদে পড়েন অনেকে, চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। সাবধানে থাকুন এদের থেকে।

দিনের অধিকাংশটাই কাটে অফিসে। সকালে কোনও মতে সব কাজ গুছিয়ে রেডি হয়ে অফিস যাওয়া। সেখানে বিস্তর পরিশ্রম। আর সেই অফিসে যদি ভালো সহকর্মী না পাওয়া যায় তাহলে কাজের চাপ যেন দ্বিগুণ লাগে। অফিসে প্রতি মুহূর্তে চলছে প্রতিযোগিতা। নিজের কর্মদক্ষতা প্রমাণ করতে ব্যস্ত সকলে। এরই মাঝে অনেকে খুঁজে পান আনন্দের পরিবেশ। যেখানে দিনের এতখানি সময় থাকতে হবে সেই জায়গাটা নিজের মনের মতো করে উপভোগ করতে চান অনেকে। সে কারণে অনেকে সেখানে বন্ধু খুঁজতে চেষ্টা করেন। আজ রইল চার রাশির কথা। ভুলেও এদের সঙ্গে অফিসে বন্ধুত্ব করবেন না। শাস্ত্র মতে, সহকর্মী হিসেবে মোটেও ভালো মানুষ নন, এদের কারণে বিপদে পড়েন অনেকে, চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। সাবধানে থাকুন এদের থেকে।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। আত্মকেন্দ্রীক ও অহংকারী স্বভাবের মানুষ হন এরা। নিজের স্বার্থের জন্য সব সময় অন্যকে ব্যবহার করেন। অফিসেও নিজের স্বার্থের কথা চিন্তা করেন। এরা সহকর্মী হিসেবে খারাপ মানুষ হন। অন্যের ভালো দেখতে পারেন না এরা।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। সহকর্মী হিসেবে মোটেও ভালো মানুষ নন এরা। এই রাশির ছেলে মেয়েরা সহকর্মী হিসেবে খারাপ মানুষ হন। সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করেন এরা।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। বাকি রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এরাও সহকর্মী হিসেবে মোটেও ভালো নন। নিজের স্বার্থের কথা সব সময় চিন্তা করেন এরা।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। নিজের স্বার্থটা বেশি ভালো বোঝেন এরা। যে কারণে নিজের প্রয়োজনে অন্যকে বিপদে ফেলে থাকেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। সেই কারণে সকলের থেকে আলাদা হন এই চার রাশির ছেলে মেয়েরা।

 

আরও পড়ুন

আজ সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা, নানা কাজে আসতে পারে বাধা, দিনটি হতে চলেছে কঠিন

অকারণ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই চার রাশির জাতক জাতিকা, দেখে নিন দৈনিক রাশিফল

দিন ভালো কাটবে এই চারটি তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল