এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান, এই চার রাশি প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন, রইল তালিকা

আজ রইল চার রাশির কথা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান, এই চার রাশি প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান।

কেউ দ্রুত প্রেমে পড়েন তো কেউ দীর্ঘ সময় নিয়ে থাকেন। তেমনই কারও প্রেম গড়ে ওঠে সহজে আবার কারও সময় লাগে বেশ কিছুদিন। সম্পর্কে কেউ দুজনের কথার সমান গুরুত্ব দিয়ে থাকেন তো কেউ নিজের ইচ্ছা সঙ্গীর ওপর চাপিয়ে দিয়ে থাকেন। আজ রইল চার রাশির কথা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান, এই চার রাশি প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা স্বাধীন স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েদের থেকে সাবধান। সম্পর্কে জড়ানোর পর এদের ওপর খবরদারি করবেন না। এরা সম্পর্কে জড়ানোর পর স্বাধীনতা খোঁজেন।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরাও মেষ রাশির মতো। এরা সম্পর্কে জড়ানোর পর নিজের স্বাধীনতা বজায় রাখতে চান। এরা বুদ্ধিমান স্বভাবের হন। এরা এমন সঙ্গী চান যারা তাদের প্রতিনিয়ত স্বাধীনতার অনুভূতি প্রদান করবে।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরাও স্বাধীন স্বভাবের মানুষ হন। এরা সম্পর্কে থাকাকালীন নিজের ইচ্ছের মতো চলতে চান। এরা সম্পর্কে রোমান্টিক সম্পর্ক বজায় রাখতে চান। এরা প্রতিশ্রুতিবদ্ধ থাকেন সম্পর্কে। এরা প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান। নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেবেন না।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি।এরা স্বাধীন ও দুঃসাহসিক স্বভাবের হন। এরাও বাকি তিন রাশির মতো। এরা প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে নিজের মতামত চাপিয়ে দেবেন না। এরা সম্পর্ক নিয়ে সতর্ক থাকেন। চিনে নিন এদের।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশি। সকল রাশির অধিকৃত গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের এমন তফাত। সে কারণে কেউ শান্ত, কেউ উদ্ধত, কেউ বুদ্ধিমান তো কেউ বোকা। আবার কেউ সকলের সঙ্গে চলতে পারেন তো কেউ একা থাকতে পছন্দ করেন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েরা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান, এই চার রাশি প্রেমের সম্পর্কে স্বাধীনতা খোঁজেন

 

আরও পড়ুন

পরিবারের সঙ্গে সারাক্ষণ মত বিরোধ চলে এই চার রাশির, দেখে নিন তালিকায় কে কে আছেন

সোমবার শিবের পুজো করার সময় পালন করুন এই টোটকা, দূর হবে জীবনের একাধিক জটিলতা, দেখে নিন কী কী

সম্পত্তি সংক্রান্ত কাজ সম্পন্ন হবে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

 

 

Share this article
click me!

Latest Videos

LIVE: মহাকুম্ভ 2025: মহাকুম্ভের পবিত্র মুহূর্ত দেখুন সরাসরি
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A