শাস্ত্র মতে, ২০২৬ সালে দুটি রাশির জীবনে ঢাইয়া চলছে। সিংহ রাশির ওপর শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকবে। যে কোনও কাজের ক্ষেত্রে অলসতা কাজ করবে। আয় বাড়বে। তেমনই এই সময় খরচ কমবে না। এই সময় সঞ্চয় তেমন হবে না। দাম্পত্যজীবনে আসবে সুখ। পরিবারের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় পদোন্নতির যোগ আছে। তবে তা ভেস্তে যেতে পারে।