সন্তানের ভবিষ্যত গঠনে সর্বদা স্ত্রীর পাশে থাকেন এরা, দায়িত্ববান পুরুষ হন এই চার রাশি

Published : Jan 19, 2023, 06:42 PM IST
father

সংক্ষিপ্ত

রইল চার রাশির বাবাদের কথা। এই রাশির ছেলেরা দায়িত্ববান পুরুষ হন। সন্তানের যত্ন নিতে সব সময় স্ত্রীর পাশে থাকেন এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

 

সন্তানের ভবিষ্যত সুন্দর হোক তা সকলেরই কাম্য। সে কারণে সব মা-বাবারা বাচ্চার জন্য নানান ত্যাগ করে থাকেন। নিজের শখ, ইচ্ছা অসম্পূর্ণ রেখে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করেন। অনেক মায়েরা চাকরিও ছেড়ে থাকেন বাচ্চার জন্য। বাচ্চাকে সঠিক ভাবে লালন পালন করতে অধিকাংশ সময় মায়েরাই বেশি দায়িত্ব পালন করেন। তবে, সব পরিবারের চিত্র এক নয়। অনেক পরিবারে মায়ের বাচ্চার জন্য ত্যাগ করে থাকেন। আবার অনেক সময় দুজনেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে থাকেন। আর রইল চার রাশির বাবাদের কথা। এই রাশির ছেলেরা দায়িত্ববান পুরুষ হন। সন্তানের যত্ন নিতে সব সময় স্ত্রীর পাশে থাকেন এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলেরা সন্তানের লালন পালন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরা যত্নশীল স্বভাবের হন।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। শিশুর ভবিষ্যত যাতে সুন্দর হয় সেদিকে সব সময় থাকে এদের বিশেষ নজর। এরা বাচ্চার ভবিষ্যত সুন্দর করতে সব রকম ভূমিকা পালন করে থাকেন।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। স্ত্রীর পাশে থাকেন সব সময়। বাচ্চার ভবিষ্যত সুন্দর করতে সব রকম ভাবে স্ত্রীকে সাহায্য করেন। দায়িত্ববান স্বভাবের হন এই রাশির ছেলেরা।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এরাও বাকি রাশির মতো। দায়িত্ববান স্বভাবের হয়ে থাকেন এই রাশির ছেলে মেয়েরা। স্ত্রী ও সন্তানের প্রতি সব রকম দায়িত্ব পালন করেন এরা। সন্তানের যত্ন নিতে সব সময় স্ত্রীর পাশে থাকেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ স্বার্থপর। আমরা সকলে একে অপরের থেকে আলাদা। সকলের মধ্যে এই তফাতের কারণ হল তাদের রাশি। সেই কারণেই আলাদা স্বভাবের হন এই চার রাশির ছেলেরা। এরা সন্তানের প্রতি অধিক দায়িত্বশীল হন। 

আরও পড়ুন-

পার্টিতে কীভাবে সকলের নজর কাড়তে হয় তা এদের জানা, দেখে নিন কারা এমন

চাকরি বা ব্যবসায় সমস্যায় পড়ছেন, বট পাতার এই ৪ প্রতিকার দূর করবে সকল সমস্যা

বছরের প্রথম মৌনি অমাবস্যায় তৈরি হচ্ছে বিশেষ যোগ, এদিনে এই ৫ কাজ বদলে দিতে পারে আপনার ভাগ্য

 

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা