বাড়িতে আমরা যখন টাকা জমাই, তখন বাস্তুতন্ত্রের দিকটা খুব-একটা ভেবে দেখি না। কিন্তু, মনে রাখবেন, অর্থ জমানোর ওপর বাস্তুতন্ত্রের প্রভাব থাকে বেশ গুরুতর। বাস্তু বিশারদদের মতে, বাড়ির কোনও নির্দিষ্ট দিকে টাকাপয়সা সঞ্চয় করলে সঞ্চয়কারী অবশ্যই সফল হবেন এবং তাঁর অর্থের ভান্ডার সবসময়েই থাকবে পরিপূর্ণ। বাস্তু অনুসারে, টাকা সঞ্চয় করে রাখার জায়গার অবস্থান, কোন ঘরে রাখা হচ্ছে, সেই ঘরের বৈশিষ্ট্য এবং টাকা বা সোনাদানা সঞ্চয় করে রাখার দিক, এই সবকিছুই বাড়িতে অর্থের প্রবাহকে প্রভাবিত করতে পারে।