কীভাবে আসল পান্না সহজেই চিনতে পারবেন!

Published : Aug 02, 2019, 04:44 PM IST
কীভাবে আসল পান্না সহজেই চিনতে পারবেন!

সংক্ষিপ্ত

কলম্বিয়া যে পান্না পাওয়া যায় তা সর্বশ্রেষ্ঠ রাশিচক্রে বুধের অবস্থান খারাপ হলে তাদের পান্না ধারণ করা উচিত খাঁটি পান্না ধারণ করতে পারলে ভাগ্য বদলে দিতে পারে আপনার ধারণ করা রত্নটি খাঁটি কী না তা বুঝবেন কী করে

জ্যোতিষশাস্ত্র মতে খাঁটি পান্না ধারণ করতে পারলে ভাগ্য বদলে দিতে পারে। অনেকে আবার অলঙ্কার হিসেবেও তা ব্যবহার করেন। রাশিচক্রে বুধের অবস্থান খারাপ হলে তাদের পান্না ধারণ করা উচিত। পান্না সাধারণত কলম্বিয়া এবং ব্রাজিলে পাওয়া যায়। কলম্বিয়া যে পান্না পাওয়া যায় তা সর্বশ্রেষ্ঠ। আরব্রাজিলীয় পান্না দেখতে কালচে বা ঘোলাটে সবুজ। পান্না ধারণ করার আগে কাঁচা দুধে চব্বিশ ঘন্টা পান্নাকে ডুবিয়ে রেখে বুধবার দিন ধারণ করলেই ফল মিলবে।
রঙ ও ঔজ্জল্যের ভিড়ে আসল আর নকল রত্ন যাচাই করা খুব সমস্যার ব্যাপার।  তাই আপনার ধারণ করা রত্নটি খাঁটি কী না তা বুঝবেন কী করে? আপনি যদি রত্নবিশেষজ্ঞ বা জেমোলজিস্ট হন তবে সে ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। আর যদি তা না হন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঠকতে হবে আপনাকে। তবে খুব সহজ কিছু পদ্ধতির মাধ্যমেই আপনার পান্না খাঁটি কিনা যাচাই করে নিতে পারবেন৷
যে সব পান্নার রং নিমপাতার মতো ও তাতে হলুদ আভা বা ঝলক দেখা যায়, সেই সব পান্না উত্কৃষ্ট মানের হয়। 
পান্নাকে জলে ফেলে রাখলে জলে সবুজ বর্ণের আলোর ছটা দেখতে পাওয়া যায়।
সাদা কাপড়ের ওপর পান্না রেখে একটু উঁচুতে তুলে ধরলে সাদা কাপড়ে সবুজ আভা দেখা যায়।

PREV
click me!

Recommended Stories

Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Daily Horoscope: আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা! দেখে নিন কী বলছে আজকের রাশিফল