আসছে ভালো সময়, আগামী কয়েক মাস এই রাশির জাতকদের টাকা ধার করতে হবে না

Published : Mar 28, 2022, 09:42 PM IST
আসছে ভালো সময়, আগামী কয়েক মাস এই রাশির জাতকদের টাকা ধার করতে হবে না

সংক্ষিপ্ত

আগামী কয়েক মাসে  কয়েকটি রাশির মানুষের ভালো সময় যাবে। এই মাসগুলিতে অর্থকষ্টে সেভাবে পড়তে হবে না এই রাশিগুলির জাতকদের। 

স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম।  প্রায় ৫০০০ বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জয়ী হয়েছে। বৈদিক যুগে স্থাপত্য বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হত। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। শাস্ত্র অনুযায়ী রয়েছে চার দিক যেমন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ও চার কোন যেমন- ঈশান, নৈর্ঋত, অগ্নি এবং বায়ু। 

এদিকে, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তেমনভাবেই সামনের সপ্তাহে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। তার প্রভাবে আগামী কয়েক মাসে  কয়েকটি রাশির মানুষের ভালো সময় যাবে। এই মাসগুলিতে অর্থকষ্টে সেভাবে পড়তে হবে না এই রাশিগুলির জাতকদের। দরকার পড়বে না কারোর কাছ থেকে টাকা ধার করার। আপনিও কি সেই তালিকায় রয়েছে তা দেখে নেওয়া যাক।

চলতি সপ্তাহে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। তার প্রভাবে আগামী সপ্তাহে কয়েকটি রাশির মানুষদের অর্থভাগ্য ভালো হবে। 

১. বৃষ রাশি :- পরিবারের কোনও মহিলা সদস্যের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকতে হবে। আয় বৃদ্ধি পাবে। সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন।

২. মেষ রাশি :- এই রাশির জাতক-জাতিকাদের ওপর এখন লক্ষ্মীর আশীর্বাদ পূর্ণমাত্রায় বিরাজমান। চাকরি পাওয়ার যোগ রয়েছে, ব্যবসাতেও লাভ হতে পারে। ঠিক সময়ে ঠিক কাজ করতে পারলে সুযোগের সদব্যবহার করতে পারবেন।

৩. বৃশ্চিক রাশি :- এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসার দিক দিয়ে কিছুটা খারাপ সময় যাচ্ছে। তার জন্য মন খারাপ করবেন না। আসলে আপনাদের সামনে দারুন সময় আসছে। মোটা টাকা পাওয়ার এটাই আদর্শ সময়। চোখ-কান খোলা রাখুন, সুযোগ হাতছাড়া করবেন না।

৪. ধনু রাশি - আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাফল্য পাওয়ার ঝোঁকে নিজের দায়িত্বগুলো ভুলে যাবেন না। হঠাত্‍ পাওয়া টাকা যেন আপনার মাথা ঘুরিয়ে না দেয়।

৫. সিংহ রাশি :- চাকরিতে বদলিরও সম্ভাবনা রয়েছে। তবে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন। অর্থ উপার্জন ভালো হবে। শুধু অর্থকরী বিষয়ে নয়, আইনি যুদ্ধেও এই রাশির জাতকদের সাফল্য অপেক্ষা করছে সামনে। 

৬. কন্যা রাশি :- নিজের পারিবারিক জীবনে সুখ বাড়বে। আপনার সম্পত্তি থেকে আয় বৃদ্ধি হবে। অর্থ উপার্জন ভালো হবে। টাকা পাওয়ার যোগ থাকায় অর্থকষ্ট আসবে না। চাকরি পরিবর্তনের যোগ রয়েছে।

৬. কর্কট - চাকরিতে পরিবর্তন দেখা দেবে। সন্তান সুখ পাবেন। ধর্মীয় কাজে অংশ গ্রহণ করবেন। আত্মবিশ্বাস বাড়বে।  উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, টাকা পাওয়ার যোগ রয়েছে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল