এই মাসে ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

Published : Jul 03, 2022, 08:44 AM IST
এই মাসে ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের সপ্তম মাস জুলাই। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

ইংরেজি বছরের দ্বিতীয় মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। 

বৃষ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে। এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা সহজে কোনও কিছু ভোলে না। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

জুলাই মাস কেমন প্রভাব ফেলবে-
জুলাই মাসে বৃষ রাশির রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। বন্ধু মহলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিবাহিতদের এই মাস খুব ভালোই কাটবে। বিদ্যার্থীদের শিক্ষা লাভের জন্য মনযোগ বৃদ্ধি পেতে পারে। এই মাসে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ আপনার লাভের পরিমান বাড়িয়ে তুলতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে। মাসের শেষের দিকে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। তবে কাজের চাপের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল