এই মাসে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে, জুন মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর

Published : Jun 06, 2022, 07:54 AM IST
এই মাসে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে, জুন মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের ষষ্ঠ মাস জুন। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের ষষ্ঠ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

ইংরেজি বছরের পঞ্চম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। 

সিংহ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারীর সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। তবে জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 

আরও পড়ুন- জুন মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন-  এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন, জুন মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত



সিংহ রাশির উপর জুন মাসের প্রভাব কেমন থাকবে -
জুন মাসে সিংহ রাশির সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। সামাজিক সম্মান লাভ করতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল