কৌশিকী অমবস্যার রাতে নাকি ক্ষণিকের জন্য খুলে যায় স্বর্গের দরজা, ভয়ঙ্কর কাহিনি জানলে গায়ের লোম খাড়া হবে

কৌশিকী অমাবস্যা ঘিরে নানা ঘটনার কথা শোনা যায়। চলতি বছরে কৌশিকী অমাবস্যা মূল তিথি ৬ সেপ্টেম্বর সকাল ৭.০৭ মিনিট থেকে শুরু হবে এবং ৭ সেপ্টেম্বর সকাল ৬ টা ৩৬ মিনিটে ছাড়বে এই অমাবস্যা। শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা হয়। এই বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে পুজো করা হয় নিষ্ঠা ভরে। অন্যান্য সমস্ত অমাবস্যা থেকে কেন আলাদা কৌশিকী অমাবস্যা তা জানলে আঁতকে উঠবেন।

Asianet News Bangla | Published : Sep 6, 2021 5:55 AM IST / Updated: Sep 06 2021, 12:32 PM IST

কৌশিকী অমাবস্যা ঘিরে নানা ঘটনার কথা শোনা যায়। চলতি বছরে কৌশিকী অমাবস্যা মূল তিথি ৬ সেপ্টেম্বর সকাল ৭.০৭ মিনিট থেকে শুরু হবে এবং ৭ সেপ্টেম্বর সকাল ৬ টা ৩৬ মিনিটে ছাড়বে এই অমাবস্যা। শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা হয়। এই বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে পুজো করা হয় নিষ্ঠা ভরে। অন্যান্য সমস্ত অমাবস্যা থেকে কেন আলাদা কৌশিকী অমাবস্যা তা জানলে আঁতকে উঠবেন।

 

 

কৌশিকী অমাবস্যা তিথি নাকি অন্য সমস্ত অমাবস্যার থেকে অনেকটাই আলাদা। এই অমাবস্যাতে অনেকেই সিদ্ধি লাভ করে থাকেন। শুধু তাই নয়,  পুণ্য অর্জনের পাশাপাশি বহু মানুষ সিদ্ধিলাভের আশায় তারাপীঠে যান। তবে প্রতিবারের চেয়ে এবছরটা একটু অন্যরকম করোনা পরিস্থিতির জন্য কৌশিকী অমাবস্যা তিথিতে বন্ধ থাকতে চলেছে তারাপীঠের মন্দির। শুক্রবার থেকই বন্ধ রাখা হয়েছে। অমাবস্যা কেটে গেল ফের খুলবে তারাপীঠ মন্দির।

 

আরও পড়ুন-পড়ল কৌশিকী অমাবস্যা তিথি, কোন উপায় এই বিশেষ দিনে পূজো করলে মিলবে সুফল

আরও পড়ুন-এই ৫ রাশির জাতক-জাতিকাদের টাকার অভাব হবে না কোনওদিন, ভবিষ্যতে হতে পারবেন ধন-সম্পত্তির মালিক

 

 

এই কৌশিকী অমাবস্যার দিন তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য বেছে নেন। এই সাধনা চলে গোটা রাত জুড়ে। তবে অনেকেই বলেন কৌশিকী অমাবস্যা নাকি ভীষণ জাগ্রত। এই দিনেই নাকি কিছুক্ষণের জন্য খুলে যায় স্বর্গের দরজা। এই নিয়েও রয়েছে অনেক কাহিনি।তন্ত্রের মাধ্যমেই সিদ্ধিলাভের আসায়  সারা রাত ধরে শ্মশানে তন্ত্র সাধনাতে মগ্ন হন সাধকরা। সারা রাত ধরে শ্মশানে চলা সাধনা ফলদায়ী হয়।  অনেকে বলেন শ্মশানের মধ্যে একটি হল মণিকর্ণিকা ঘাট। বিভিন্ন কারণের জন্যই কৌশিকী অমাবস্যার দিনটি আলাদা বলে ধরা হয়। এবং তারাপীঠের এই শ্মশানকেই বলা হয় মহাশ্মশান।

 


 

Share this article
click me!