বাড়িতে শান্তি ফেরান বাস্তুর হাত ধরে, রইল সহজ পাঁচটি সমাধান

  • বাড়িতে নিত্য দিনের অশান্তি এড়ান
  • শরীর স্বাস্থ্য ভালো রাখুন
  • শান্তি ফেরাতে বাস্তুতে ভরসা রাখুন
  • রইল সহজ সমাধান

Jayita Chandra | Published : Jul 6, 2019 8:37 AM IST

বাস্তু বা জ্যোতিষ শাস্ত্র অনেকেই মেনে চলেন না। কিন্তু বাড়িতে যদি প্রায়সই অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে সনমস্যা বাড়বে। পরিস্থিতি হাতে বাইরে চলে যাওয়ার আগে বাস্তুর প্রতি একবার নজর ফেরান। সহজেই মিলবে শান্তি। বাড়িতে নিত্য দিনের অশান্তি, অসুখ, মনখারাপের আবহাওয়া যদি তৈরি হয় তাহলে অতি অবশ্যই এই টিপস মেনে চলুন, দেখবেন সহজেই সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন। 

তাই বাড়িতে শান্তি ফেরাতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। বিশ্বাস থাকলে সহজেই মিলবে সমাধান। তাই তরিঘড়ি সেই দিকে নজর দিয়েই গুছিয়ে ফেলুন আপনার পরিবার।
১. একসঙ্গে অনেক জিনিস কিনে বাড়িতে ঢোকাবেন না। অনেকেই বলে থাকেন তাতে সুখে চোখ লেগে যায়, বিষয়টা তেমন না হলেও এটাই সত্যি। 
২. বাড়িতে রাখুন বেশ কয়েকটি ফুলের গাছ। ফুল গাছ বা়ড়ির শান্তি ফেরাতে সাহায্য করে থাকে। তাই বাড়িতে সুগন্ধি ফুলের গাছ এনে রাখতে পারেন।
৩. ঘরের মধ্যে রাখুন লবন। লবন অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। তাই ঘরের মধ্যে একটি ছোট পাত্রে লবন রাখুন। 
৪. শরীরের কোনও সমস্যা হতে গায়ে সাতবার ফটকিরি বুলিয়ে নিন। তাতে শরীর ভালো থাকে। বুলিয়ে নেওয়ার পর তা আগুনে পুড়িয়ে ফেলুন।
৫. শুকনো লঙ্কাও পোড়াতে পারেন। এতে বাড়িতে বা সুখের সংসারে নজর লাগে তাহলে তা অনেকাংশে কমে যায়। 

Share this article
click me!