অর্থ রাখুন বাড়ির সঠিক দিশায়, মুক্তি পাবেন সকল আর্থিক জটিলতা থেকে, বাড়বে আয়

আর্থিক জটিলতা নিয়ে প্রায় সকলেই ভুক্তভোগী। অর্থ উপার্জনের জন্য সকলে পরিশ্রম করে চলেছেন। তবে পরিশ্রম করেও যে সব সময় লাভ হচ্ছে এমন নয়। অনেক সময় কঠিন পরিশ্রমেও আয় বাড়ে না। ব্যয় কমাতে ও আয় বৃদ্ধি করতে মেনে চলুন বাস্তু টোটকা। শাস্ত্র মতে, বাড়ির সঠিক দিকে টাকা না রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। 

Web Desk - ANB | Published : May 1, 2022 10:22 AM IST

আর্থিক জটিলতা নিয়ে প্রায় সকলেই ভুক্তভোগী। অর্থ উপার্জনের জন্য সকলে পরিশ্রম করে চলেছেন। তবে পরিশ্রম করেও যে সব সময় লাভ হচ্ছে এমন নয়। অনেক সময় কঠিন পরিশ্রমেও আয় বাড়ে না। এর ওপর অধিক ব্যয় তো লেগেই আছে। কোনও মাসে নিমন্ত্রণের জন্য খরচ, তো কোনও মাসে শারীরিক জটিলতার জন্য বাড়তি খরচ। এই সব করতে গিয়ে জলের মতো অর্থ ব্যয় হয়ে যায়। এবার এই ব্যয় কমাতে ও আয় বৃদ্ধি করতে মেনে চলুন বাস্তু টোটকা। শাস্ত্র মতে, বাড়ির সঠিক দিকে টাকা না রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। 

বাস্তু টোটকা অনুসারে, অগ্নিকোণে অর্থ রাখলে তা হ্রাস পায়। বাড়ির অগ্নিকোণ হল দক্ষিণ-পূর্ব দিক। শাস্ত্র মতে, অগ্নিকোণে টাকা রাখবেন না ভুলেও। এতে আর্থিক ক্ষতি হয়। আবার বাড়ির উত্তর পশ্চিম দিকে টাকা রাখলে পরিবারের বাজেটে গন্ডগোল হয়। গয়না বাড়ির পশ্চিক দিকে রাখবেন না। এক্ষেত্রে আর্থিক ও সম্পত্তি বৃদ্ধিতে কোনও সমস্যা নেই। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম দিকে রাখলে অর্থহানি হয়। তাই বাড়ির লকার কিংবা যে দিকে টাকা রাখেন তা সঠিক দিকে রাখুন। তা না হলে, আর্থিক জটিলতার সম্মুখীন হবেন। 

শাস্ত্র মতে, উত্তর দিকে টাকা রাখা ভালো। উত্তর পূর্ব দিকে টাকা রাখলে সম্পত্তি বাড়ে। তাই যারা সম্পত্তি ও আর্থিক বৃদ্ধি করতে চান তারা এই নির্দিষ্ট দিকে রাখুন টাকা। এতে উপকার পাবেন। 

আর্থিক বৃদ্ধি ঘটাতে আরও টোটকা মেনে চলতে পারেন। শাস্ত্র মতে, ধন বৃদ্ধিতে লকারে রাখুন একটি ছোট আয়না। এমন ভাবে রাখুন, যাতে লকার খুললে সবার আগে আয়না চোখে পড়ে। এই আয়না আপনার আর্থিক বৃদ্ধি ঘটাবে। শাস্ত্র মতে, লকারে আয়না রাখলে গৃহে মা লক্ষ্মী আসেন। এছাড়াও, পুজো করার সময় ভগবানকে নারকেল নিবেদন করুন। যে কোনও দেবতাকেই নারকেল নিবেদন করা যায়। এতে উপকার পাবেন। এছাড়াও মানি ব্যাগে টাকা ছাড়া বাকি দ্রব্য রাখুন জ্যোতিষ মেনে। চাবি রাখবেন না, এতে আর্থিক ক্ষতি হয়। এমনকী, ব্যাগে কোনও মৃত ব্যক্তির ছবি রাখবেন না। এতেও আর্থিক ক্ষতি হয় বলে মনে করা হয়। তাই আর্থিক বৃদ্ধি ঘটাতে চাইলে সব দিকে নজর রাখুন। বিশেষ করে, অর্থ রাখুন বাড়ির সঠিক দিশায়।  

আরও পড়ুন- সৌদি আরবে সোমবার পালিত হবে ঈদ, তবে ভারতে কি মঙ্গলবার, জেনে নিন দিন পরিবর্তনের কারণ

Latest Videos

আরও পড়ুন- অক্ষয় তৃতীয়ায় রাশি অনুসারে কিনুন এই জিনিসগুলি, সম্পদের অভাব হবে না কোনও দিন

আরও পড়ুন- মে মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


 

Share this article
click me!

Latest Videos

'অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা দীপাবলি পালন করব না' মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
বোমাতঙ্ক! Bhatpara-এ বিজেপি নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওটা কী পড়ে! দেখুন | Bhatpara News Today
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia
Gosaba-র আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু