বাংলার নববর্ষে কোন রত্ন হবে আপনার জন্য শুভ, জেনে নিন রাশি অনুযায়ী

  • প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে
  • জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন
  • সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করা উচিত
  • জেনে নিন কোন রাশির জন্য কোন রত্ন উপযুক্ত

Asianet News Bangla | Published : Apr 13, 2021 6:41 AM IST / Updated: Apr 13 2021, 12:19 PM IST

আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। আমাদের জীবনের এই সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন। জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্যও৷ তবে এই রত্ন ধারণের বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি। না হলে রত্ন ধারণের উপযুক্ত ফল পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন কোন রাশির জন্য কোন রত্ন উপযুক্ত। অর্থাৎ বাংলা নববর্ষেরাশি অনুযায়ী কোন রত্ন ধারণ করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন- বাংলার নববর্ষ ১৪২৮, নতুন বছরে কোন রাশিগুলির সম্পর্ক পরিণতি পাবে দেখে নিন সেই তালিকা 

১) বাংলা নববর্ষে মেষ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল হীরে।

২) বাংলা নববর্ষে বৃষ রাশি পান্না ধারণ করলে শুভ ফল পাবে।

৩) বাংলা নববর্ষে মিথুন রাশির জন্য উপযুক্ত রত্ন হল মুক্তো।

৪) বাংলা নববর্ষে কর্কট রাশি চুনী ধারণ করলে শুভ ফল লাভ করবে।

৫) বাংলা নববর্ষে সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল গোমেদ।

৬) বাংলা নববর্ষে কন্যা রাশি মুক্তো ধারণ করলে শুভ ফল লাভ করবে।

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন কাটবে তুলা রাশির, দেখে নিন

৭) বাংলা নববর্ষে তুলা রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ওপ্যাল বা গিরিব্রজ রত্ন।

৮) বাংলা নববর্ষে বৃশ্চিক রাশি পোখরাজ ধারণ করলে শুভ ফল লাভ করবে।

৯) বাংলা নববর্ষে ধনু রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।

১০) বাংলা নববর্ষে মকর রাশি তামড়ি ধারণ করলে শুভ ফল লাভ করবে।

১১) বাংলা নববর্ষে কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।

১২) বাংলা নববর্ষে মীন রাশি পদ্ম নীলা রত্ন ধারণ করলে শুভ ফল লাভ করবে।

Share this article
click me!