হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট

Published : Sep 13, 2021, 02:12 PM ISTUpdated : Sep 13, 2021, 02:13 PM IST
হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট

সংক্ষিপ্ত

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এবার দূর্গাপুজোর নিঘন্ট রইল বিস্তারিত। 

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, সামনেই আসছে দুর্গাপুজো। এরই মাঝে প্রস্তুতি তুঙ্গে। তাই এবার আগে থেকেই জেনে নিন এবার পুজোর বিস্তারিত নিঘন্ট। কবে কখন কটায় পড়েছে পুজোর বিশেষ তিথি, রইল বিস্তারিত তথ্য- 

মহা পঞ্চমী-- ১০ অক্টোবর বাংলা ২৩ আশ্বিন মহাপঞ্চমী। এদিন সকাল ৮ টা ৫১ মিনিট ১০ সেকেন্ডে পড়ছে পঞ্চমী। তিথি শেষ ১১ অক্টোবর ২৪ শে আশ্বিন সোমবার ৬টা ২৩ মিনিট থেকে ০৮ সেকেন্ডে। 

আরও পড়ুন- অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

আরও পড়ুন- মা দুর্গার আগমন-গমনে এবার কোন ইঙ্গিত, সুন্দর-সুস্থ পৃথিবী নাকি আবারও ভয়ানক অভিশাপ

মহা ষষ্ঠী- সোমবার ১১ অক্টোবর ২৪ আশ্বিন মহাষষ্ঠী, সকাল ৬টা ২৩ মিনিট থেকে শুরু এই তিথি। 

মহা সপ্তমী--২৫ আশ্বিন ১২ অক্টোবর মঙ্গলবার, এদিন রাত ১টা ৪৮ মিনিট পর্যন্ত চলবে এই তিথি। 

মহাঅষ্টমী--২৬ আশ্বিন অষ্টমী ১৩ অক্টোবর, তবে এই তিথি শুরু হচ্ছে ২৫ আশ্বন মঙ্গলবার রাত ১১ টা ৪৭ মিনিট ৪৯ মিনিটে। অষ্টমী শেষ হবে ২৬ আশ্বিন ১১ টা ৪৭ মিনিট ৪৯সেকেন্ডে। 

 

সন্ধিপুজো- রাত ১১ টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২ টা ১১ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে  হবে সন্ধি পুজো। 

মহানবমী-- ২৬ আশ্বিন বুধবার ১৪ অক্টোবর মহানবমী। রাত ১১ টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ড থেকে। নবমী তিথি শেষ হবে  ৯ টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ডে। 

মহাদশমী--২৭ আশ্বিন ১৫ অক্টোবর মহাদশমী। রাত ৯ টা ৫০ মিনিট, ৪৪ সেকেন্ডে। আর ২৮ আশ্বিন, ১৫ অক্টোবর রাত ৮টা ২০ ১০ সেকেন্ডে তা শেষ হবে। 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল