ঠাকুরকে নিবেদন করা ফুল শুকিয়ে গেলে ফেলে দেন? ভুলেও করবেন না সেই কাজ

Published : Apr 10, 2022, 09:14 PM IST
ঠাকুরকে নিবেদন করা ফুল শুকিয়ে গেলে ফেলে দেন? ভুলেও করবেন না সেই কাজ

সংক্ষিপ্ত

আপনার বাড়ির ভগবানকে অর্পণ করা ফুলই হোক, বা মন্দিরের দেবতার পা থেকে সংগ্রহ করা আশীর্বাদী ফুল। সেই ফুল যেখানে সেখানে কিন্তু কখনই ফেলতে নেই। 

নিয়মিত পুজো করার সময় অল্প পরিমাণে হলেও দেবতার সামনে ফুল নিবেদন করবেন! কারণ দেব-দেবীরা ফুল খুব পছন্দ করেন। তাই তো যদি চান আপনার মনের সব ইচ্ছা চটজলদি পূরণ হক, তাহলে যে দেবের যে ফুল পছন্দ, তাঁকে সেই ফুলসহ পুজো করুন, দেখবেন ফল পাবেন একেবারে হাতে নাতে। প্রসঙ্গত, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ভুলেও শুকিয়ে যাওয়া ফুল নিবেদন করবেন না। কারণ শুকনো ফুল পরিবেশন করলে ঠাকুর ঘরে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। আর এমনটা হলে যে কী হতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না।

তবে ভগবানকে অর্পণ করা ফুল শুকিয়ে গেলে কীভাবে তা ফেলে দিতে হবে, জানেন তো সেই নিয়ম? আপনার বাড়ির ভগবানকে অর্পণ করা ফুলই হোক, বা মন্দিরের দেবতার পা থেকে সংগ্রহ করা আশীর্বাদী ফুল। সেই ফুল যেখানে সেখানে কিন্তু কখনই ফেলতে নেই। 

কী করবেন ঠাকুরের শুকনো ফুল দিয়ে

ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে যে মন্দিরে পাওয়া ফুল বা মালাগুলি ঘরে এনে ভালো করে শুকিয়ে নিন

এরপর এই ফুলগুলিকে বা মালাগুলিকে কাপড়ে বেঁধে ভাঁজ করে রাখতে হবে। 

এটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে ফুলের ইতিবাচক শক্তি ঘরে উপস্থিত থাকে।

এমনকি তীর্থস্থান থেকেও যদি কেউ নৈবেদ্য আকারে একটি ফুল বা ফুলের মালা পান, তবে সেটিও একই পদ্ধতিতে রেখে দিন। 

অনেকেই বাড়িতে সেই আশীর্বাদী মালা বা ফুল রাখতে ভয় পান, তা এদিক ওদিক পড়ে যাবে বলে। 

এমন পরিস্থিতিতে ফুল হাতের তালুতে রেখে গন্ধ নিন

পরে ফুলটি বা মালাটি কোনও গাছের নীচে পুঁতে দিন

এছাড়া কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল