ঠাকুরকে নিবেদন করা ফুল শুকিয়ে গেলে ফেলে দেন? ভুলেও করবেন না সেই কাজ

আপনার বাড়ির ভগবানকে অর্পণ করা ফুলই হোক, বা মন্দিরের দেবতার পা থেকে সংগ্রহ করা আশীর্বাদী ফুল। সেই ফুল যেখানে সেখানে কিন্তু কখনই ফেলতে নেই। 

Parna Sengupta | Published : Apr 10, 2022 3:44 PM IST

নিয়মিত পুজো করার সময় অল্প পরিমাণে হলেও দেবতার সামনে ফুল নিবেদন করবেন! কারণ দেব-দেবীরা ফুল খুব পছন্দ করেন। তাই তো যদি চান আপনার মনের সব ইচ্ছা চটজলদি পূরণ হক, তাহলে যে দেবের যে ফুল পছন্দ, তাঁকে সেই ফুলসহ পুজো করুন, দেখবেন ফল পাবেন একেবারে হাতে নাতে। প্রসঙ্গত, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ভুলেও শুকিয়ে যাওয়া ফুল নিবেদন করবেন না। কারণ শুকনো ফুল পরিবেশন করলে ঠাকুর ঘরে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। আর এমনটা হলে যে কী হতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না।

তবে ভগবানকে অর্পণ করা ফুল শুকিয়ে গেলে কীভাবে তা ফেলে দিতে হবে, জানেন তো সেই নিয়ম? আপনার বাড়ির ভগবানকে অর্পণ করা ফুলই হোক, বা মন্দিরের দেবতার পা থেকে সংগ্রহ করা আশীর্বাদী ফুল। সেই ফুল যেখানে সেখানে কিন্তু কখনই ফেলতে নেই। 

Latest Videos

কী করবেন ঠাকুরের শুকনো ফুল দিয়ে

ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে যে মন্দিরে পাওয়া ফুল বা মালাগুলি ঘরে এনে ভালো করে শুকিয়ে নিন

এরপর এই ফুলগুলিকে বা মালাগুলিকে কাপড়ে বেঁধে ভাঁজ করে রাখতে হবে। 

এটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে ফুলের ইতিবাচক শক্তি ঘরে উপস্থিত থাকে।

এমনকি তীর্থস্থান থেকেও যদি কেউ নৈবেদ্য আকারে একটি ফুল বা ফুলের মালা পান, তবে সেটিও একই পদ্ধতিতে রেখে দিন। 

অনেকেই বাড়িতে সেই আশীর্বাদী মালা বা ফুল রাখতে ভয় পান, তা এদিক ওদিক পড়ে যাবে বলে। 

এমন পরিস্থিতিতে ফুল হাতের তালুতে রেখে গন্ধ নিন

পরে ফুলটি বা মালাটি কোনও গাছের নীচে পুঁতে দিন

এছাড়া কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি