কুষ্টিতে কি প্রেমের বিয়ের যোগ রয়েছে, জেনে নিন হাতের রেখা দেখে

আমাদের হাতের কনিষ্ঠ আঙুলের নীচের দিকে আড়াআড়িভাবে থাকে বিবাহ রেখা। এই রেখার অবস্থান দেখেই পাওয়া যায় বিয়ে সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর।

আমার বিয়ে কি প্রেমের হবে নাকি পরিবারের তরফে দেখাশোনা করে? জ্যোতিষীর কাছে এই প্রশ্ন খুব কমন। আপনার জন্ম তালিকা প্রেমের বিয়ে বা অ্যারেঞ্জড ম্যারেজের সম্ভাবনা নির্দেশ করে। তবে হাতের রেখা আপনাকে আপনার জীবন সঙ্গী কিভাবে পাবেন তার লক্ষণ বলে দেবে।

ভারতে দুই ধরনের বিয়ে আছে, অ্যারেঞ্জ ম্যারেজ (Arranged Marriage) এবং লাভ ম্যারেজ (Love Marriage)। হাতের রেখা (Lines in your hand) এই সংক্রান্ত ইঙ্গিত থাকে। সেই লক্ষ্মণগুলো দেখলেই বোঝা যায়, সেই জাতক বা জাতিকার বিয়ে কীভাবে হবে। জ্যোতিষশাস্ত্রে (Astrology) লাভ ম্যারেজের লক্ষ্মণগুলি জেনে নিলেই তা বোঝা যায়। 

Latest Videos

ম্যারেজ লাইন:  আমাদের হাতের কনিষ্ঠ আঙুলের নীচের দিকে আড়াআড়িভাবে থাকে বিবাহ রেখা। এই রেখার অবস্থান দেখেই পাওয়া যায় বিয়ে সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর।

হার্ট লাইন:  এই লাইনটি আমাদের হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা। মানুষের চরিত্র, ব্যক্তিত্ব এবং আচরণ বর্ণনা করার পাশাপাশি এই লাইনটি কোনও ব্যক্তির প্রেম জীবন সম্পর্কেও অনেক কিছু জানায়। কারণ হৃদয় হলো সেই জায়গা যেখান থেকে প্রেমের শুরু হয়। হার্ট লাইন কনিষ্ঠার ঠিক নীচ থেকে কিছুটা উপরের দিকে বেঁকে তর্জনীর দিকে যায়।

চিনে নিন হাতের রেখার ইঙ্গিত

১. বিবাহের লাইনের শুরুতে যদি দুটি শাখা থাকে তবে এটি একটি অশুভ ইঙ্গিত দেয়। এটি আরও নির্দেশ করে যে, আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে। আপনার বিবাহ বিচ্ছেদও হতে পারে।

২. ম্যারেজ লাইন বাঁক নিয়ে হৃদয় রেখায় মিশলে লাভ ম্যারেজের সম্ভাবনা বেশি থাকে। তবে ব্রেকআপের আশঙ্কাও আছে। 

৩. দু'টি সমান্তরাল বিবাহ রেখা প্রায় গায়ে গায়ে লেগে থাকলে, বিবাহের আগেও সম্পর্ক তৈরি হয় এবং বিবাহের পরেও এরা পরকীয়ায় জড়াতে পারেন।

৪. আপনার বিবাহিত জীবন তখনই সুখের হবে, যখন হাতের ম্যারেজ লাইন সোজা হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু সেই লাইনে যদি মাঝে মাঝে ভেঙে ভেঙে যায় তাহলে সেই সম্পর্কে সমস্যা দেখা দেয়, তবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়।

আরও পড়ুন- আপনার ভাগ্য ফিরতে পারে ঠাকুর ঘরের এই সাধারণ উপাদান দিয়ে, জেনে নিন এর সহজ ও নিশ্চিত প্রতিকার

আরও পড়ুন- এই রাশির জাতকরা কখনোই আর্থিক সঞ্চয় করতে পারে না, ব্যাঙ্ক ব্যালেন্স এবং জমানো পুঁজির দিক থেকে এরা পিছিয়ে থাকে

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

৫. একের বেশি বিবাহ রেখা থাকলে, একাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। 

৬. কোনও মহিলার হাতে যদি বিবাহ রেখার শুরুতেই ব-দ্বীপের মতো চিহ্ন থাকে, তাহলে সুষ্ঠুভাবে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। এরা প্রেমে প্রতারিত হতে পারে। 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র