ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। কিন্তু চন্দ্রগ্রহণ - তাই তার কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা খুবই জরুরি। প্রাচীণ বিশ্বাস হল চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই। তাতে বরং অশুভই হয়। গ্রহণের সময়টা নেগেটিভ এনার্জি বেড়ে যায়।
২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৬ মে অর্থাৎ বুদ্ধপূর্ণিমার দিনে। চন্দ্রগ্রহণ শুরু হবে সতাল ৭টা ২ মিনিটে। আর শেষ হবে বেলা ১২টা ২০ মিনিটে। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। কিন্তু চন্দ্রগ্রহণ - তাই তার কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা খুবই জরুরি। প্রাচীণ বিশ্বাস হল চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই। তাতে বরং অশুভই হয়। গ্রহণের সময়টা নেগেটিভ এনার্জি বেড়ে যায়। তাই প্রত্যেকেরই উচিৎ সাবধানে থাকা। গ্রহণের কুপ্রভাব কাটাতে বেশ এই কাজগুলি করতেই পারেন-
কাজগুলি হলঃ
চন্দ্রগ্রহণের সময় গুরুমন্ত্রণ জপ করা উচিৎ। গুরুমন্ত্র হল 'ওম গ্রান গ্রীন গ্রুনসঃ গুরুভে নমঃ'। এই মন্ত্রটি জপ করতে উপকার পাবেন।
চন্দ্রগ্রহণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পাবেন। এই সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে রোগভোগের বালাই থাকে না। সেরে যায় অনেক রোগ।
চন্দ্রগ্রহণের সময় মুখে অবশ্যই একটা তুলসী পাতা রাখবেন। তাতে নেগেটিভ এনার্জি আপনার কোনও ক্ষতি করতে পারবে না।
হিন্দুশাস্ত্রের বিধান অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার আগে ও পরে অবশ্যই স্নান করতে হয়। আগে না করলেও গ্রহণের পরে অবশ্যই স্নান করে নেবেন।
চন্দ্রগ্রহণের সময় গায়েত্রী মন্ত্রী জপ করতে পারে। তাতে আটকে থাকা কাজ সম্পন্ন হয় বলে প্রাচীন বিশ্বাস। কেটে যায় কাজে বাধা।
চন্দ্রগ্রহণের দিনে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তবে তার জন্য লক্ষ্মীর ধ্যান করতে হবে। দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আর আপনাকে আশীর্বাদ করবেন।
যাদের শনির দুর্বল তারা গ্রহণের সময় শনি মন্ত্র জপ করতে পারেন। তাতে শনিদেবের কৃপা পাওয়া যায়।