আগামী বছরের অপেক্ষা, জেনে নিন ২০২১-এর মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

  • কেটে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব
  • বাপের বাড়ি থেকে মর্তে পাড়ি দিল ঘরের মেয়ে
  • একটা গোটা বছরের দীর্ঘ অপেক্ষা
  • ২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

Asianet News Bangla | Published : Oct 27, 2020 5:16 AM IST

করোনা আবহের মধ্যেই কেটে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কটা দিন বাপের বাড়ি কাটিয়ে মর্তে পাড়ি দিল ঘরের মেয়ে। আবার একটা গোটা বছরের দীর্ঘ অপেক্ষা। এই বছরে বহু বিধি-নিষেধ থাকলেও আগামী বছরটা যাতে মন খুলে আনন্দ করা যায়, তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিন গোনা। ২০২০-এর বিজয়া মানেই সকল বাঙালির মনে একই আশা, যেন আগামী বছরটা আরও ভালো কাটে। আসছে বছর আবার হবে।

২০২০ পুজো মানেই মায়ের কাছে একই কথা, এই মহামারির হাত থেকে রক্ষা করো। যাতে আসছে বছর করোনার প্রভাবে কোনও পরিবারকে তার স্বজন হারাতে না হয়। এই একটি উৎসবেই বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। 'মা' আসছে বলে কথা, এই সময়টাই তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২১ সালের বিশেষ এই দিনের অপেক্ষা কবে শেষ হচ্ছে দেখে নিন এক নজরে

আরও পড়ুন- দশমীর পরেই পালিত হয় অন্য এক দুর্গাপুজো, জেনে নিন এই অন্য পুজোর কাহিনি


২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

মহালয়া ৬ অক্টোবর ২০২১ বুধবার
মহাপঞ্চমী ১০ অক্টোবর ২০২১ রবিবার
মহাষষ্ঠী  ১১ অক্টোবর ২০২১ সোমবার
মহাসপ্তমী ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার
মহাষ্টমী ১৩ অক্টোবর ২০২১ বুধবার
মহানবমী ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
বিজয়া দশমী ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

Share this article
click me!