কেমন কাটবে আলিয়া ভাটের বিবাহিত জীবন, জেনে নিন কী বলছে গণনা, রইল জ্যোতিষ মত

Published : Apr 05, 2022, 05:14 PM IST
কেমন কাটবে আলিয়া ভাটের বিবাহিত জীবন, জেনে নিন কী বলছে গণনা, রইল জ্যোতিষ মত

সংক্ষিপ্ত

টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের গুঞ্জন। এই মাসেই চার হাত এক হবে। সম্ভবত ১৭ এপ্রিল বাধা পড়বেন তারা। অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করছেন না তারা। শুধু কাপুর ও ভাট পরিবারের উপস্থিতিতেই বিয়ে হবে। 

চারিদিকে শুধু একটাই খবর, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পেতে চলেছে। আলিয়া ও রণবীরের প্রেমের গুঞ্জন বহুদিন ধরে শোনা গিয়েছিল বলিপাড়ায়। লুকিয়ে নয়, বরং সকলকে জানিয়ে জনসমক্ষে প্রেম করেছেন তারা। এবার পরিণতি পাওয়ার পালা। 

নেট দুনিয়ায় একটাই খবর, সাত পাকে বাঁধা পড়ছেন আলিয়া ভাট। শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের গুঞ্জন। এই মাসেই চার হাত এক হবে। সম্ভবত ১৭ এপ্রিল বাধা পড়বেন তারা। অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করছেন না তারা। শুধু কাপুর ও ভাট পরিবারের উপস্থিতিতেই বিয়ে হবে। 

এই বিয়েতে কি খুশি হবেন আলিয়া ও রণবীর কাপুর? এই প্রশ্ন সকলের মনে। বলিউডে বহু বিয়ে হতে দেখেছ সকলে। সব বিয়ে যে সকল হয় এমন নয়। তাই এবার জেনে নিন জ্যোতিষ মত। আলিয়ার বিবাহিত জীবন কেমন হবে, তা নিয়ে কী বলছেন জ্যোতিষীরা। শাস্ত্র মতে, আলিয়ার জন্ম ১৫ মার্চ ১৯৯৩ সালে। তাঁর জন্মের সময় ছিল ভোর ৪.১০। মুম্বই শহরেই জন্ম হয় আলিয়ার। এই সময় অনুসারে, আলিয়ার রাশি হল বৃশ্চিক। জ্যোতিষ শাস্ত্র অনুরাসে, তাঁর নক্ষত্র হল জ্যেষ্ঠ।

বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান এবং বোন পূজা ভাটের সঙ্গে ছোট থেকেই বেশ সুসম্পর্ক রয়েছে নায়িকার। গণনা অনুসারে, তিনি সারা জীবনই খ্যাতির শীর্ষে থাকবেন। আলিয়া ভাটের রাশিতে মুনথার অবস্থান খুবই অনুকূল। সে কারণে তিনি সর্বক্ষেত্রে সুখ লাভ করবেন। 
রাশি অনুসারে আলিয়া কঠোর পরিশ্রমী। তিনি নির্ভিক। নতুন কিছু কাজে তিনি উদ্যোগ পান। আর তার এই পরিশ্রম সব সময় তাকে সাফল্য এনে দেয়। 

এবার আসা যাক বিবাহিত জীবন প্রসঙ্গে। শাস্ত্র মতে, তিনি জীবন সঙ্গী ও সন্তানদের থেকেও সুখ পাবেন। তাঁর রাশিতে বিভিন্ন গ্রহের অবস্থান জানান দিচ্ছে দাম্পত্য জীবন সুখের হবে আলিয়ার। স্বামীর সঙ্গে সারা জীবন সুন্দর সম্পর্ক বজায় থাকবে। সঙ্গে তিনি পাবেন সন্তান সুখ। গণনা অনুসারে, দাম্পত্য জীবন সুখের কাটবে নায়িকার। সে যাই হোক, ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। আর মাত্রা কটা দিনের মধ্যেই ছাদনাতলায় হাজির হবেন আলিয়া ও রণবীর। 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আপনার একঘেয়ে জীবনে রোমান্টিকতায় ভরিয়ে তুলবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল