ঝাঁটার ভুল ব্যবহার, সংসারে ডেকে আনতে পারে আর্থিক অনটন

Published : Jan 04, 2020, 12:05 PM IST
ঝাঁটার ভুল ব্যবহার, সংসারে ডেকে আনতে পারে আর্থিক অনটন

সংক্ষিপ্ত

আমাদের দৈনন্দিনব ব্যবহারে একটি অন্যতম বস্তু হল ঝাঁটা এই একটি জিনিস আমাদের ঘরের যাবতীয় ময়লা দূর করে ঝাঁটা সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঝাঁটার ভুল ব্যবহারের ফলে দেখা দিতে পারে আর্থিক অনটন

জ্য়োতিষশাস্ত্র মত, আমাদের দৈনন্দিনব ব্যবহারে একটি অন্যতম বস্তু হল ঝাঁটা। এই একটি জিনিস আমাদের ঘরের যাবতীয় ময়লা দূর করতে সাহায্য করে। ঘর পরিস্কার রাখতে সাহায্য করে ঝাঁটা। পুরাতন বিশ্বাস মতে, তাই ঝাঁটা আমাদের পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ঝাঁটা সম্পর্কিত এই বিশেষ তথ্যগুলি জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কেননা ঝাঁটার ভুল ব্যবহারের ফলে, সংসারে দেখা দিতে পারে মারাত্মক আর্থিক অনটন। 

আরও পড়ুন- জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

ঘরের জন্য নতুন ঝাঁটা কিনতে হলে তা সব সময় শনিবারে কিনুন।  শনিবারে ঘরের জন্য নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

ঝাঁটা সব সময় পশ্চিম দিকে কোনও ঘরে রাখবেন। এতে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। 

 

 

বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আমরা যেমন ঘন সম্পদ লোক চক্ষুর আড়ালে রাখি, ঠিক সেই ভাবেই ঝাঁটাও লোক চক্ষুর আড়ালে রাখা উচিৎ। 

আরও পড়ুন- ১২ টির মধ্যে এই ২টি রাশির অধিপতি শনি, জেনে সেই রাশি সম্পর্কিত ৫ বিশেষ তথ্য

ঘর ঝাঁট দেওয়ার সময় ঝাঁটাতে কারও পা লাগা অত্যন্ত অশুভ বলে মনে করে হয়। তাই যখনই ঘর ঝাঁট দেবেন তখন ঘর ফাঁকা অবস্থাতেই ঝাঁট দেওয়া উচিত। 

যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন, তবে ঘর বদলের সময় আপনার ব্যবহৃত ঝাঁটা কখনই পুরনো বাড়িতে ফেলে দিয়ে যাবেন না। কারণ মনে করা হয়, এতে আপনার সংসারের শ্রী আটকা থাকে সেই পুরো বাড়িতেই। নতুন বাড়িতে সেই ঝাঁটা নিয়ে গিয়ে তবে নতুন ঝাঁটা কিনে বদল করবেন। 

ঝাঁটা পুরনো হয়ে গেলে ভুলেও তা কখনই পোড়াবেন না। এতে সংসারের অমঙ্গল হয়। 

বাড়ির কোনও সদস্য যদি চাকরির ইন্টারভিউতে যায়, তবে সেই ব্যক্তি ঘর থেকে বেড়নোর পর ঘর ঝাঁট দেওয়া উচিত নয়। এতে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে।

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা