শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর

Published : Jul 27, 2022, 07:52 AM IST
শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর

সংক্ষিপ্ত

বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

শ্রাবণ বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের চতুর্থ মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

মকর রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের অষ্টম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর-

আরও পড়ুন- সম্মানহানি হওয়ার আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন- ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ মাসে মকর রাশির সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল