ইচ্ছা থাকলেও রবিবারে এই কাজগুলো করবেন না

রবিবার সূর্যদেবের উৎসর্গীকৃত দিন। তাই এই দিন যাতে সূর্যদেব রুষ্ট না হন, তার জন্য সতর্ক থাকতে হয়।

রবিবার কোনও নিয়ম মানতেই মন চায় না। সারা সপ্তাহের হাড়ভাঙা খাটনির পর এই দিনটা আরাম করার দিন,নিয়ম ভাঙার দিন। কারণ পরের দিন সোমবার থেকে শুরু হবে ছকে বাঁধা জীবন। তার আগে একটা দিন অন্তত আয়েশ করতে মন চায়, শরীরও যেন বলে টেক রেস্ট। কিন্তু কিছু কাজ রয়েছে, যা কখনই রবিবার করা উচিত নয়। 

ইচ্ছা থাকলেও এই কাজগুলি রবিবার করলে সংসারে নেমে আসতে পারে অমঙ্গল। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলে এই কাজগুলি যদি রবিবার কেউ করেন তবে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে। রবিবার সূর্যদেবের উৎসর্গীকৃত দিন। তাই এই দিন যাতে সূর্যদেব রুষ্ট না হন, তার জন্য সতর্ক থাকতে হয়। 

Latest Videos

Bank holidays 2021:অগাষ্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, রইল পুরো তালিকা

Vastu Tips: বেডরুমের এক কোণায় রেখে দিন নুন, সংসারে ফিরবে শান্তি-সমৃদ্ধি

জানেন কী, আপনার জীবন থেকে কেটে নেওয়া হচ্ছে এক এক সেকেন্ড আয়ু

সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে নানা রকম টোটকা, নানা রকম নিয়ম পালন করে চলি আমরা। তবে বলা হয় রবিবার সূর্যদেবতার দিন, তাই এই দিন তাঁর প্রকোপ থাকে অনেক বেশি। সূর্য থেকে অনেক বেশি পরিমাণ শক্তি মেলে এদিন। এই গ্রহে প্রাণের সৃষ্টি, উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে সূর্য দেবতার হাতে বলেই মনে করা হয়।

জেনে নিন এইদিন কোন কোন কাজ একদমই করতে নেই

১.  রবিবার নীল, কালো ও ছাই রংয়ের কোনও পোশাক পরবেন না।

২.  রবিবার চুল কাটাবেন না

৩. রবিবার মদ্যপান করা ও মাংস খাওয়া নিষিদ্ধ

৪. সূর্যাস্তের আগে কোনও খাবারের বা কোনও কাজে নুন ব্যবহার করবেন না। তা অশুভ বলে মনে করা হয়।

৫. রবিবার কখনই সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। প্রথমে একবার দর্শন করেই স্নান করতে যাবেন

৬. সরষের তেল রবিবার মালিশ করবেন না

৭. তামার তৈরি কোনও জিনিস কেনা বা বিক্রি করবেন না রবিবার

৮. দুধ ফোটাবেন না

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি