আজ বিশ্বাস ঘাতকতার শিকার হতে পারেন এই তারিখের জাতক-জাতিকারা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Published : Jul 12, 2022, 09:00 AM IST
আজ বিশ্বাস ঘাতকতার শিকার হতে পারেন এই তারিখের জাতক-জাতিকারা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

সংক্ষিপ্ত

ধীরে ধীরে জ্যোতিষের ওপর ভরসা বাড়ছে মানুষের। দিন কেমন কাটতে সকলে জ্যোতিষের ওপর ভরসা করেন। জন্মতারিখ অনুযায়ী হিসেব নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়। এটি জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই বিচারে জেনে নিন আজ কেমন কাটবে আপনার দিন। দেখে নিন কী বলছেন জ্যোতিষবিদ চিরাগ দারুওয়াল্লা। 

ধীরে ধীরে জ্যোতিষের ওপর ভরসা বাড়ছে মানুষের। দিন কেমন কাটতে সকলে জ্যোতিষের ওপর ভরসা করেন। জন্মতারিখ অনুযায়ী হিসেব নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়। এটি জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই বিচারে জেনে নিন আজ কেমন কাটবে আপনার দিন। দেখে নিন কী বলছেন জ্যোতিষবিদ চিরাগ দারুওয়াল্লা। 

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, এই সময় গ্রহের অবস্থা আপনাকে অনেক সুযোগ দেবে। তাকে পূর্ণ সম্মান করুন। আপনি যদি কোনও সঞ্চয় বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে তা অবিলম্বে করতে পারেন। ভাই বোনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। কথোপকথন নম্র করুন। কাজের চাপকে বেশি গুরুত্ব দেবেন না। 

সংখ্যা ২ ( যে কোনও মাসে ২, ১১, ২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আর্থিক বিষয়ে বেশি সুবিধা পেয়ে মন খুশি হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারমে কারও দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। বর্তমানে ব্যবসায় উন্নচির সম্ভাবনা নেই। ঘর গোছানো নিয়ে স্বামী-স্ত্রী বিবাদ হতে পারে। মাথা ব্যথা ও ক্লান্তির কারণে অস্বস্তি হতে পারে। 

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আপনি যদি কোনও পলিসিতে বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে অবিলম্বে বিনিয়োগ করুন। আজ কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। আয়ের পাশাপাশি খরচ বাড়বে। ব্যবসায় কঠোর পরিশ্রম হতে পারে। প্রেমের সম্পৃর্ক থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো কাটবে। 

সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আপনি আরনার ভিতরে নতুন প্রাণশক্তি অনুভব করবেন। যে কোনও সমস্যার আজ সমাধাব হবে। শিশুদের সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য সমস্যার কারণে আপনাপ অনেক গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। নতুন দিক নির্দেশনা পাবেন আজ।  বয়স্ক কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে।

সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫, ১৪, ২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি) 
গণেশ বলেছেন, আজ অর্থ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া একটি ইতিবাচক ফল দেবে। মন আনন্দিত থাকবে। আপনার আগ্রহের জিনিসে সময় ব্যয় করুন। আপনার সংবেদনশীলতা ও উদার মনোভাবের কেউ সুবিধা নিতে পারে। মিথ্যা প্রেম বা বিনোদনে সময় নষ্ট করবেন না। জয়েন্টের ব্যথায় সমস্যায় পড়তে পারেন। 

সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬, ১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আপনি দক্ষতার সাহায্যে অনেকে কাজে সফল হবেন। শেয়ার বাজার ও ঝুঁকি সংক্রান্ত কাজে লাভ হবে। গুজবে কান দেবেন না। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। মার্কেটিং সংক্রান্ত কাজে ব্যয় করুন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে স্মৃতি তাজা হবে।   


সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭, ১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, এই মুহূর্তে গ্রহের অবস্থান ভালো। আপনি অত্মবিশ্বাস অনুভব করবেন। সন্তানের বিষয় সুখবর পেতে পারেন। চাকরির বর্তমান অবস্থা একটু ভিন্ন হবে। পরিবার পরিজন নিয়ে সময় কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। 

সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮, ১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি) 
ছাত্র এবং যুবকদের প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে। শক্তি ও সময়ের পূর্ণ ব্যবহার করুন। আজ সব ক্ষেত্রে ইতিবাচক অবস্থা থাকবে। চিন্তা করতে বেশি সময় ব্যয় করবেন না। খরচ বেশি হবে আজ। জনসংযোগ আপনার ব্যবসায় উন্নতি ঘটাবে। পারিবারিক সুখ বজায় থাকবে। গ্যাস ও বদহজম হতে পারে। 

সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯, ১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি) 
গণেশ বলেছেন, এগিয়ে যাওয়ার সময়। পরিশ্রম অনুসারে ফল পাবেন। আপনার সন্দেহজনক কাজে অন্যের সমস্যা হতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হবে। স্বামী-স্ত্রী নিজেদের ব্যস্ততার কারণে একে অপরকে সময় দিতে পারবেন না। কাজের চাপে বিরক্ত বোধ করবেন।  
 

আরও পড়ুন- এই সপ্তাহের ব্রত উৎসবের তালিকা- রইল গুরু পূর্ণিমা থেকে সত্যনারায়ণ পুজোর সময়সূচি

আরও পড়ুন- এই রংয়ের জুতো কখনও পরবেন না! আচমকা হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি

আরও পড়ুন- এই তিন রাশির মেয়েরা গাড়ি চালাতে পারদর্শী, গাড়ির সব খুঁটিনাটি বিষয় এদের নখদর্পণে

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল