আগামী বছরে এই ২ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রত্ন, জেনে নিন এর অপরিসীম ক্ষমতা

Published : Dec 20, 2020, 12:43 PM IST
আগামী বছরে এই ২ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রত্ন, জেনে নিন এর অপরিসীম ক্ষমতা

সংক্ষিপ্ত

রক্ত প্রবাল বা লাল পলা এর নাম অনেক জাপান ও ইতালিতে সবচেয়ে উত্কৃষ্ট মানের লাল প্রবাল পাওয়া যায়  লাল প্রবাল নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহকে জেনে নিন খাঁটি রক্ত প্রবাল ধারণের উপকারীতা  

জ্যোতিষীদের কথা মেনে আমরা অনেকেই রত্ন ধারণ করে থাকি। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক রত্ন ধারন করলেও কোনও কার্যসিদ্ধি হয় না। তখন আমরা জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্রকেই অবিশ্বাস করতে শুরু করি। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গল গ্রহের সমস্যা থাকলে এই পাথর ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষীরা। রাশি অনুযায়ী মেশ, কর্কট এবং বৃশ্চিক রাশির জন্য প্রধান রত্ন হল এই রক্ত প্রবাল। 

আরও পড়ুন- বাস্তুমতে সাজিয়ে নিন ঘর, নতুন বছর ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে

রক্ত প্রবাল বা লাল পলা এর নাম অনেক। অনেকেই বলেন রেড কোরাল অথবা মুঙ্গা পাথর। জাপান ও ইতালিতে সবচেয়ে উত্কৃষ্ট মানের লাল প্রবাল পাওয়া যায়। এর মধ্যেও জাপান থেকে যে লাল প্রবাল পাওয়া যায় তার মান সর্বশ্রেষ্ঠ হয় তাই এই লাল প্রবালের দামও খুব বেশি। বেশির ভাগ দোকানে যে প্রবাল পাওয়া যায় তার ইতালীয় প্রবাল । তবে আপনি জানবেন কী করে যে রত্নটি আপনি ধারণ করেছেন তা একেবারে খাঁটি। এমনও তো হতে পারে নকল রত্ন কেনার জন্যই আপনার কোনও সমস্যারই সমাধান হচ্ছে না। তাই যে কোনও রত্ন কেনার আগে তা খাঁটি না কৃত্তিম তা অবশ্যই যাচাই করে নিন। জেনে নিন খাঁটি রক্ত প্রবাল ধারণের উপকারীতা।

আরও পড়ুন- ২০২১ সালে বিয়ে বা প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলুন এই রাশিগুলিকে, দেখে নিন সেই তালিকা

১) বিশেষজ্ঞদের মতে এই রত্ন নার্ভের সমস্যা, পক্সের সমস্যা, সর্দি-কাশির মতন সমস্যার জন্য এই রত্ন খুবই উপযোগী। 
২) জ্যোতিষশাস্ত্র মতে, লাল প্রবাল নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহকে। এই গ্রহ সুস্বস্থ্য, সাফল্য, আত্মবিশ্বাস, সাহস, মনোঃসংযোগের প্রতীক রূপে চিহ্নিত। 
৩) মঙ্গল দুর্বল হলে এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে। আর এই সমস্যা এড়ানোর জন্যই লাল প্রবাল বা পলা ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। 
৪)  জানলে অবাক হবেন এই রত্ন ধারণের ফলে দাম্পত্য সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
৫) এছাড়া যাদের জন্ম নভেম্বর মাসে বিশেষ করে যাদের জন্ম ৯ নভেম্বর তাঁদের জন্য এই রত্ন অত্যন্ত  উপযোগী। এই রত্ন মঙ্গলবারেই ধারণ করা উচিত। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: জীবনে যারা কাছের মানুষ তাদের সম্মান করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: পারিবারিক অনুষ্ঠানের ফলে খরচ বাড়তে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল