জুন মাস জুড়ে পালিত হবে একাধিক ব্রত, দেখে নিন জুন মাসের পুজো-পাঠের তালিকা

Published : May 27, 2022, 01:09 PM IST
জুন মাস জুড়ে পালিত হবে একাধিক ব্রত, দেখে নিন জুন মাসের পুজো-পাঠের তালিকা

সংক্ষিপ্ত

হিন্দু ধর্মে কোনও নির্দিষ্ট সংখ্যক দেবতার ধারণার পরিবর্তে একই দেবতার একাধিক রূপ প্রচলিত রয়েছে। আর নির্দিষ্ট তিথি উৎসর্গ করা হয়েছে দেবতা-দেবীদের এই সকল রূপোর আরাধনার জন্য। সেই অনুসারে, প্রতি মাসেই একাধিক পুজো অনুষ্ঠিত হয়। জুন মাসেও রয়েছে এমনই একাধিক পুজো। রয়েছে একাধিক উপবাসে উল্লেখ।

হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে তেত্রিশ কোটি দেবতার। সংস্কৃত ভাষায় ত্রয়োত্রিংশ কোটি বলতে তেত্রিশ গুণ সম্পন্ন বা তেত্রিশ প্রকারকে বোঝায়। প্রকৃতপক্ষে তেত্রিশ কোটি দেবতা বলতে তেত্রিশ প্রকাশ গুণ সম্পন্ন বৈদিক দেবতাকে বোঝানো হয়। হিন্দু ধর্মে কোনও নির্দিষ্ট সংখ্যক দেবতার ধারণার পরিবর্তে একই দেবতার একাধিক রূপ প্রচলিত রয়েছে। আর নির্দিষ্ট তিথি উৎসর্গ করা হয়েছে দেবতা-দেবীদের এই সকল রূপোর আরাধনার জন্য। সেই অনুসারে, প্রতি মাসেই একাধিক পুজো অনুষ্ঠিত হয়। জুন মাসেও রয়েছে এমনই একাধিক পুজো। রয়েছে একাধিক উপবাসে উল্লেখ। জেনে নিন কী কী- 

৩ জুন শুক্রবার পালিত হবে বৈনায়কী শ্রী গণেশ চতুর্থী উপবাস। এর পর ৫ জুন রবিবার রয়েছে জামাই ষষ্ঠীর উপবাস। ৮জুন বুধবার শ্রী দুর্গাষ্টমীর উপবাস। তারপর ১০ জুন শুক্রবার পালিত হবে গঙ্গা দশমী। 

১১ জুন শনিবার পালিত হবে নির্জলা একাদশী উপবাস। এটি ভীমসেনী একাদশী মানেও পরিচিত। তারপর ২১ জুন মঙ্গলবার পালিত হবে শ্রী শীতলষ্টমী উপবাস এবং কালাষ্টনী উপবাস। ২৪ জুন শুক্রবার যোগিনী একাদশী উপবাস পালিত হবে। এরপর ২৬ জুন রবিরা পুজিত হবেন মহাদেশ এই দিন পালিত হবে প্রদোষ ব্রত। এরপর দিন অর্থাৎ ২৭ জুন মাসিক শিবরাত্রি উপবাস পালিত হবে। তেমনই ২৮ জুন মঙ্গলবার রয়েছে শ্রাদ্ধ উপবাসের অমাবস্যা এবং ২৯ জুন বুধবার রয়েছে দান অমাবস্যা উপবাস। এমনই জুন মাস জুড়ে পালিত হবে একাধিক ব্রত। সঠিক নিয়ম মেনে পালন করুন এই সকল ব্রত। 

এদিকে আবার প্রায় ৩০ বছর পর একই তিথিতে পালিত হবে শনি জয়ন্তী ও সোমবতী অমাবস্যা। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব রয়েছে বিস্তর। তিথি অনুসারে, এবছর ৩০ মে পালিত হবে শনি জয়ন্তী। অমাবস্যা পড়ছে ২৯ মে রবিবার বেলা ২.৫৪ মিনিটে। ২০ মে সোমবার ৪.৫৯ মিনিট পর্যন্ত থাকবে যোগ। এই দিন রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। গঠিত হবে অভিজিৎ মুহূর্ত। অর্থাৎ এবছর শনি জয়ন্তীতে রয়েছে বিশেষ যোগ। অন্য দিকে, এই দিনই পালিত হবে সোমবতী অমাবস্যা। বিশ্বাস করা হয়, এই দিন উপবাস করে ব্রত পালন করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। তারপর জুন মাস জুড়ে পালিত হবে একাধিক ব্রত। সংসারে সুখ শান্তি বজায় রাখতে, সন্তানের উন্নতিতে ও সকল বিপদ থেকে মুক্তি পেতে পালন করতে পারেন এই সকল ব্রত। 

আরও পড়ুন- শনির অর্ধশতকের প্রভাব শুরু এই সপ্তাহেই, এই তিন রাশির জাতকরা সতর্ক থাকুন

আরও পড়ুন- সুযোগ পেলেই বাড়ি পরিষ্কার করেন? ঝাঁড়ু দেন? ক্রুদ্ধ হতে পারে মা লক্ষ্মী

আরও পড়ুন- সোমবার পালন করুন এই তিন টোটকা, সোমবতী অমাবস্যায় এই টোটকা পালনে পুণ্যলাভ হবে
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল