এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয়। এছাড়াও সোমবার যদি শিব চল্লিশা পাঠ করা হয়, তাহলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। আজ শ্রাবণের তৃতীয় সোমবার। এই দিনে শিব চল্লিশা পাঠে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হন।
ভগবান শিব, মহাকাল, মহাদেব, ভোলেনাথ, ভগবান শঙ্কর এবং আরও অনেক নামে পূজিত হন তিনি। হিন্দু ধর্মে, সপ্তাহের সমস্ত দিন কোনও না কোন দেবতা বা দেবীর নামে উদ্দেশ্যে বা উৎসর্গ করা হয়েছে। সেই দিনগুলির মধ্যে একটি হল সোমবার, সোমবার ভগবান শিবের উপাসনার জন্য সেরা দিন হিসাবে মনে হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয়। এছাড়াও সোমবার যদি শিব চল্লিশা পাঠ করা হয়, তাহলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। আজ শ্রাবণের তৃতীয় সোমবার। এই দিনে শিব চল্লিশা পাঠে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হন।
কিভাবে শিব চল্লিশা পাঠ করবেন
শিব চল্লিশা পাঠ করার জন্য, সকালে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। এরপর পূর্ব দিকে মুখ করে একটি পরিষ্কার আসন বিছিয়ে তাতে বসুন। এছাড়াও পূজায় ধূপ, প্রদীপ, শ্বেত চন্দন, মালা এবং সাদা ফুল রাখতে হবে। একসাথে, ভগবান শিবকে বাতাসা অথবা নকুলদানা নিবেদন করুন।
শিব চল্লিশা পাঠ শুরু করার আগে ভগবান শিবের সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালান এবং একটি পাত্রে বিশুদ্ধ জল ভরে রাখুন। শিব চল্লিশা ৩ বার পাঠ করুন, শিব চল্লিশার পাঠটি একটু জোরে পড়ুন যাতে বাড়ির অন্য লোকেরাও শুনতে পারে। শিব চল্লিশা পাঠ শেষ হলে, ঘটের জল সারা ঘরে ছিটিয়ে দিন এবং নিজে পান করুন। এর পরে, ভগবান শিবকে নিবেদন করা প্রসাদটি পরিবারের ও শিশুদের মধ্যে বিতরণ করুন।
শিব চল্লিশা পাঠ -
।। শিব চালিশা।।
|| দোহা ||
জয় গণেশ গিরিজাসুবন মংগল মূল সুজান ।
কহত অয়োধ্যাদাস তুম দেউ অভয় বরদান ॥
|| চৌপাই ||
জয় গিরিজাপতি দীনদয়ালা । সদা করত সন্তন প্রতিপালা ॥
ভাল চন্দ্রমা সোহত নীকে । কানন কুণ্ডল নাগ ফনী কে ॥
অংগ গৌর শির গংগ বহায়ে । মুণ্ডমাল তন ক্ষার লগায়ে ॥
বস্ত্র খাল বাঘম্বর সোহে । ছবি কো দেখি নাগ মন মোহে ॥
মৈনা মাতু কি হবে দুলারী । বাম অংগ সোহত ছবি ন্যারী ॥
কর ত্রিশূল সোহত ছবি ভারী । করত সদা শত্রুন ক্ষয়কারী ॥
নংদী গণেশ সোহৈং তহং কৈসে । সাগর মধ্য কমল হৈং জৈসে ॥
কার্তিক শ্যাম ঔর গণরাঊ । য়া ছবি কৌ কহি জাত ন কাঊ ॥
দেবন জবহীং জায় পুকারা । তবহিং দুখ প্রভু আপ নিবারা ॥
কিয়া উপদ্রব তারক ভারী । দেবন সব মিলি তুমহিং জুহারী ॥
তুরত ষডানন আপ পঠায়ৌ । লব নিমেষ মহং মারি গিরায়ৌ ॥
আপ জলংধর অসুর সংহারা । সুয়শ তুম্হার বিদিত সংসারা ॥
ত্রিপুরাসুর সন য়ুদ্ধ মচাঈ । তবহিং কৃপা কর লীন বচাঈ ॥
কিয়া তপহিং ভাগীরথ ভারী । পুরব প্রতিজ্ঞা তাসু পুরারী ॥
দানিন মহং তুম সম কোউ নাহীং । সেবক স্তুতি করত সদাহীং ॥
বেদ মাহি মহিমা তুম গাঈ । অকথ অনাদি ভেদ নহীং পাঈ ॥
প্রকটে উদধি মংথন মেং জ্বালা । জরত সুরাসুর ভএ বিহালা ॥
কীন্হ দয়া তহং করী সহাঈ । নীলকংঠ তব নাম কহাঈ ॥
পূজন রামচংদ্র জব কীন্হাং । জীত কে লংক বিভীষণ দীন্হা ॥
সহস কমল মেং হো রহে ধারী । কীন্হ পরীক্ষা তবহিং ত্রিপুরারী ॥
এক কমল প্রভু রাখেউ জোঈ । কমল নয়ন পূজন চহং সোঈ ॥
কঠিন ভক্তি দেখী প্রভু শংকর । ভয়ে প্রসন্ন দিএ ইচ্ছিত বর ॥
জয় জয় জয় অনংত অবিনাশী । করত কৃপা সবকে ঘট বাসী ॥
দুষ্ট সকল নিত মোহি সতাবৈং । ভ্রমত রহৌং মোহে চৈন ন আবৈং ॥
ত্রাহি ত্রাহি মৈং নাথ পুকারো । য়হ অবসর মোহি আন উবারো ॥
লে ত্রিশূল শত্রুন কো মারো । সংকট সে মোহিং আন উবারো ॥
মাত পিতা ভ্রাতা সব কোঈ । সংকট মেং পূছত নহিং কোঈ ॥
স্বামী এক হৈ আস তুম্হারী । আয় হরহু মম সংকট ভারী ॥
ধন নির্ধন কো দেত সদা হী । জো কোঈ জাংচে সো ফল পাহীং ॥
অস্তুতি কেহি বিধি করোং তুম্হারী । ক্ষমহু নাথ অব চূক হমারী ॥
শংকর হো সংকট কে নাশন । মংগল কারণ বিঘ্ন বিনাশন ॥
য়োগী য়তি মুনি ধ্যান লগাবৈং । শারদ নারদ শীশ নবাবৈং ॥
নমো নমো জয় নমঃ শিবায় । সুর ব্রহ্মাদিক পার ন পায় ॥
জো য়হ পাঠ করে মন লাঈ । তা পর হোত হৈং শম্ভু সহাঈ ॥
রনিয়াং জো কোঈ হো অধিকারী । পাঠ করে সো পাবন হারী ॥
পুত্র হোন কী ইচ্ছা জোঈ । নিশ্চয় শিব প্রসাদ তেহি হোঈ ॥
পণ্ডিত ত্রয়োদশী কো লাবে । ধ্যান পূর্বক হোম করাবে ॥
ত্রয়োদশী ব্রত করৈ হমেশা । তন নহিং তাকে রহৈ কলেশা ॥
ধূপ দীপ নৈবেদ্য চঢ়াবে । শংকর সম্মুখ পাঠ সুনাবে ॥
জন্ম জন্ম কে পাপ নসাবে । অন্ত ধাম শিবপুর মেং পাবে ॥
কহৈং অয়োধ্যাদাস আস তুম্হারী । জানি সকল দুখ হরহু হামারী ॥
আরও পড়ুন- এই সহজ জ্যোতিষ টোটকায় অর্থের অভাব দূর হবে, হাতে আসবে প্রচুর টাকা
আরও পড়ুন- বাড়ির বারান্দায় এই জিনিসগুলি রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, জেনে নিন বাস্তুর নিয়মগুলি
আরও পড়ুন- বাড়ির এই দিকে অপরাজিতা গাছ থাকলে মেলে নানান উপকার, কেটে যায় শনির দোষ
|| দোহা ||
নিত নেম উঠি প্রাতঃহী পাঠ করো চালীস ।
তুম মেরী মনকামনা পূর্ণ করো জগদীশ।।
।। ওমঃ নমঃ শিবায় ।।