ভুলেও এগুলি করবেন না, নাহলেই গলা পর্যন্ত ঋণে ডুবে যেতে পারেন

ঋণ মানুষের জীবনকে ভারাক্রান্ত করে তোলা। ঋণ শোধ করতে করতে কোন কোনও মানুষের জীবন শেষ হয়ে যায়। এমনও অনেক সময় দেখা গেছে  ঋণের বোঝা বইতে হয় পরবর্তী প্রজন্মকেও। তাই বাস্তু অনুসরণ করে চলাই শ্রেয়। যা এজাতীয় ভুলগুলি থেকে রক্ষা করতে পারে। 

একটি সাধারণ ভুল- আগামী দিনে কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জীবন অতিষ্ট করে তোলার। ছোট্ট একটি ভুলের কারণে আপনি গলাপর্যন্ত ঋণে (debt) ডুবে যেতে পারেন। কারণ প্রত্যেকটি মানুষের জীবনেই ভালো আর খারাপ সময় আসে। তাই যখন ভালো সময় আসে তখন অবশ্যই এইসব দিকে বিশেষ নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়ায়। তখন থেকেই সাবধান হতে হয়। 

ঋণ মানুষের জীবনকে ভারাক্রান্ত করে তোলা। ঋণ শোধ করতে করতে কোন কোনও মানুষের জীবন শেষ হয়ে যায়। এমনও অনেক সময় দেখা গেছে  ঋণের বোঝা বইতে হয় পরবর্তী প্রজন্মকেও। তাই বাস্তু অনুসরণ করে চলাই শ্রেয়। যা এজাতীয় ভুলগুলি থেকে রক্ষা করতে পারে। 

Latest Videos

১ আপনার বাড়ির প্রবেশদ্বারে কখনই ডাস্টবিন রাখবেন না। নোংলার বাক্স ঘরের সামনে রাখতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। বাড়ির প্রবেশ দ্বার সর্বদা পরিস্কার হওয়া জরুরি।
২. বিছানায় বসে কখনই খাবার খাবেন না। অনেকেই বিছানায় বসে খাবার খান। ভারতীয় শাস্ত্রে একটি করা কখনই ঠিক নয়। এজাতীয় কাজ সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। মানুষকে দরিদ্র করে দেয়। 
৩. রান্না ঘরে কখনই নোংরা বা এঁঠো বাসন রাখবেন না। রাতে  রান্না ঘরে এঁঠো বাসন রাখা এড়িয়ে চলুন। রাতে খাবার পর বাসন মেজে রাখা জরুরি। একান্তই যদি তা না পারেন তাহলে বাসন অন্যত্র কোথাও রাখুন। রান্না ঘরে এঁটো বাসন রাখতে আর্থিক মস্যা তৈরি করতে পারে। 
৪. সন্ধ্যের পরই কাউকেই দুধ আর নুন দান করবেন না। এটা আর্থিক সমস্যা তৈরি করতে পারে। 
৫ রান্না আর বাথরুমে কখনই খালি জলের বালতি বা পাত্র রাখবেন না। বাথরুমে একটি বালতিতে সর্বদাই জল ভরে রাখুন। এইভাবে রান্না ঘরেও একটি পাত্রে জল ভরে রাখবেন।- তা না হলেই বিপদে পড়তে পারেন আপনি।

আসুস নিয়ে এল টাচস্ক্রিন ল্যাপটপ, দাম থেকে ফিচার- সবই রয়েছে এখানে

লক্ষ্ণী-গণেশের মূর্তির সামনে মাটির প্রদীপ রাখলে কেটবে আর্থিক সংকট, ধনী হওয়ার পাঁচটি উপায় রইল

জানেন কি, ফুলশয্যার খাট কেন রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজান হয়

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today