Vastu Tips- বাড়িতে শান্তি ফেরান, কয়েকটি বিষয় বিশেষ নজর রাখলেই বাড়বে সুখ সমৃদ্ধি

সহজেই মিলবে শান্তি। বাড়িতে নিত্য দিনের অশান্তি, অসুখ, মনখারাপের আবহাওয়া যদি তৈরি হয় তাহলে অতি অবশ্যই এই টিপস মেনে চলুন, দেখবেন সহজেই সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন। 

বাস্তুশাস্ত্র (Vastushastra), এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনালগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেয়া হয়েছে। সভ্যতার শুরু থেকেই ভারতীও উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম।  প্রায় ৫০০০ বছর ধরে বাস্তুবিদ্যা কালের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জয়ী হয়েছে। স্থাপত্য উপবেদ বা স্থাপত্য শাস্ত্রের সূত্রগুলো পরবর্তিকালে 'বাস্তুশাস্ত্র' শিরোনামে লিপিবদ্ধ হয়েছে। বৈদিক যুগে স্থাপত্য বিজ্ঞান মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হত। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। প্রাচীন যুগে স্থপতিরা কেবল নিছক তৈরির কাজ করতেন না, নির্মাণশৈলী ও পরিকল্পনার বিষয়টিও তদারক করতে হত তাঁদের। 

বাস্তু বা জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনেকেই মেনে চলেন না। কিন্তু বাড়িতে যদি প্রায়সই অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে সনমস্যা বাড়বে। পরিস্থিতি হাতে বাইরে চলে যাওয়ার আগে বাস্তুর প্রতি একবার নজর ফেরান। সহজেই মিলবে শান্তি। বাড়িতে নিত্য দিনের অশান্তি, অসুখ, মনখারাপের আবহাওয়া যদি তৈরি হয় তাহলে অতি অবশ্যই এই টিপস মেনে চলুন, দেখবেন সহজেই সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন। 

Latest Videos

আরও পড়ুন- আর্থিক সমস্যা দূর করতে বৃহস্পতিবার পালন করুন এই নিয়ম, কাটিয়ে উঠুন সমস্যা

আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

তাই বাড়িতে শান্তি ফেরাতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। বিশ্বাস থাকলে সহজেই মিলবে সমাধান। তাই তরিঘড়ি সেই দিকে নজর দিয়েই গুছিয়ে ফেলুন আপনার পরিবার। দেখবেন সহজেই ফিরবে শান্তি। 
১. একসঙ্গে অনেক জিনিস কিনে বাড়িতে ঢোকাবেন না। অনেকেই বলে থাকেন তাতে সুখে চোখ লেগে যায়, বিষয়টা তেমন না হলেও এটাই সত্যি। 
২. বাড়িতে রাখুন বেশ কয়েকটি ফুলের গাছ। ফুল গাছ বা়ড়ির শান্তি ফেরাতে সাহায্য করে থাকে। তাই বাড়িতে সুগন্ধি ফুলের গাছ এনে রাখতে পারেন।
৩. ঘরের মধ্যে রাখুন লবন। লবন অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। তাই ঘরের মধ্যে একটি ছোট পাত্রে লবন রাখুন। 
৪. শরীরের কোনও সমস্যা হতে গায়ে সাতবার ফটকিরি বুলিয়ে নিন। তাতে শরীর ভালো থাকে। বুলিয়ে নেওয়ার পর তা আগুনে পুড়িয়ে ফেলুন।
৫. শুকনো লঙ্কাও পোড়াতে পারেন। এতে বাড়িতে বা সুখের সংসারে নজর লাগে তাহলে তা অনেকাংশে কমে যায়। 

    

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya