- গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের নাম অনুসারে এই বারের নাম রাখা হয়েছে
- বৃহস্পতিবার কিছু নিয়ম মেনে চললে, এড়ানো যায় অর্থিক সমস্যা
- এই নিয়ম পালন করা হয় তবে আর্থিক দিকে থেকে উন্নতি ঘটে সংসারের
- জেনে নেওয়া যাক নিয়মগুলি
বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর বার আর ধন সম্পদ বৃদ্ধির জন্যও এই দেবীর আরাধনা করা হয়। তাই বৃহস্পতিবারে যদি কিছু নিয়ম মেনে এই দেবীর আরাধনা করা যায়, তাহলে সংসারে লক্ষীশ্রী বজায় থাকে এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার কিছু নিয়ম মেনে চললে, এড়ানো যায় অর্থিক সমস্যা। অর্থ ভাগ্য উন্নতি করতে বৃহস্পতিবারে যদি কোনও বাস্তুভিটে বা বাড়িতে এই নিয়ম পালন করা হয় তবে আর্থিক দিকে থেকে উন্নতি ঘটে সংসারের।
আরও পড়ুন- অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন
গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের নাম অনুসারে এই বারের নাম রাখা হয়েছে বৃহস্পতি। জেনে নেওয়া যাক কীভাবে মা লক্ষ্মী আরাধনা করবেন বৃহস্পতিবারে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় বিবাহিত মহিলারা আলতা-সিঁদুর পরে নেবেন। যাদের বাড়িতে লক্ষ্মীর মূর্তি নেই তারাও ঘট প্রতিস্থাপন করে তাতে পুজো করতে পারবেন। বাড়িতে যদি লক্ষ্মীর মূর্তি থাকে তবে তাতেই পুজো করতে পারেন।লক্ষ্মী পুজো সাধারণত ঘটেই হয়ে থাকে।
আরও পড়ন- বৃহস্পতিবারে ৪ রাশির দাম্পত্য কলহের যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল
মা লক্ষ্মীর কৃপা পেতে, পিতল বা মাটির ঘটে গঙ্গাজল ভরে ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন। ঘটের উপরে আমপল্লব নিয়ে উপরে একটি হরতকি রাখুন। প্রতিটি আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিন। পুজোয় ফল বা মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়ে নিন। ধূপ ধুনো জ্বালিয়ে নিন। লক্ষ্মীর পাঁচালি পরে পুজো শেষ করুন। সারা বাড়িতে পুজোর ধূপ ধুনো দেখিয়ে তারপর বন্ধ করুন। এতে বাস্তু থেকে নেগেটিভ এনার্জি দূর হয়।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2020, 10:04 AM IST