পরিবারকে সুখী রাখতে বাথরুমের বাস্তু কতটা জরুরী, সঠিক নিয়ম না মানলে সংসারে নেমে আসে অন্ধকার

অনেক সময়ই আপনার অজান্তেই , আপনার বাড়ির বাথরুমের বাস্তু দোষ থাকার জন্য়, আপনার পরিবারের অমঙ্গল হয়। তাই কিভাবে আপনি , আপনার বাড়ির বাথরুম  বাস্তুর নিয়ম মেনে সাজাবেন জেনে নিন। 

সুন্দর বাড়ির (Happy Family) সঙ্গে সুন্দর বাথরুম (Washroom Vastu)  হওয়াটাও জরুরী। বিশেষ করে সেটা যদি বাস্তু (Vastu Tips)  মেনে হয়, তাহলে বোধহয় জীবন আরও সুন্দর হয়। কারন অনেক সময়ই আপনার অজান্তেই , আপনার বাড়ির বাথরুমের বাস্তু দোষ (vastu Problem) থাকার জন্য়, আপনার পরিবারের অমঙ্গল হয়। তাই কিভাবে আপনি , আপনার বাড়ির বাথরুম  বাস্তুর নিয়ম মেনে সাজাবেন, পরিবারে ভাল দিন ফিরিয়ে আনবেন, জেনে নিন-

আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

Latest Videos

আরও পড়ুন-হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট


১। সবার আগে খেয়াল রাখতে হবে, আপনার বাড়ির বাথরুমের দরজা যেন, পূর্ব দিকে হয়।

২। বাথরুমের জানালা বা ভেন্টিলেটর রাখুন, পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে।

৩। যদি বাথরুমের মধ্য়ে ওয়াসিংমেশিন রাখেন, তাহলে দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে রাখুন। 

৪। আপনার বাড়ির বাথরুমে যে কোনও বৈদ্য়ুতিক যন্ত্র রাখতে হলে, দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে বসান।

৫। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে বানান আপনার বাড়ির বাথরুমের, টয়লেট। 

৬। বাথরুমের কল এবং শাওয়ার রাখুন উত্তর দিকে মুখ করে। বাথটাব রাখুন পশ্চিম দিকে।

৭। আপনাকে অবশ্য়ই  বাথরুমের রঙের দিকেও খেয়াল রাখা উচিত। বাস্তু মতে বাথরুমের রঙ  সাদা, গোলাপি, হালকা নীল দিলে ভাল হয়।

৮।   আয়না রাখুন উত্তর দিকে মুখ করে। এতে আয়নার প্রতিফলিত আলো আপনার জীবনে ভাল প্রভাব ফেলবে।


আশা করা যায়, বাস্তুর এই নিয়ম মেনে গুলি মেনে চললেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। তবে অনেকেই আছে, যাঁরা বাস্তু সম্পর্কে সচেতন নন, বাড়ি কেনার সময় হোক বা তৈরি করার সময়, কিছু বিশেষ বিশে। বিষয় নজর না রাখলেই নয়। কেন কেউ বাড়ি বিক্রি রকরছে, সেটাও জেনে নেওয়া প্রয়োজন। পরিবারকে ভালো রাখতে গিয়ে, এমন এক বাড়িতে পা রাখলেন, যেখানে বাস্তু দোষের কারমে, নিত্য দিন নানান সমস্যা লেগেই আছে, তাই আগে থেকে প্রয়োজন সতর্ক হয়ে যাওয়া। সেই মতই কোথাও না কোথাও গিয়ে এই বিষয় খানিক সতর্ক না হলেই কিন্তু বাড়তে পারে বিপদ। 

  
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury