বাড়ি কেনার পরিকল্পনা করছেন, বাস্তুর এই নিয়ম মেনে তবেই কিনুন, সারাজীবনের জন্য মিটবে অর্থের সমস্যা

অসুবিধায় পড়ার আগেই যদি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনও বাধাই আর আসেনা।

অনেকেই নিজের বাড়ি থাকা সত্ত্বেও চাকরি (Job) সুত্রে নতুন জায়গায় আবার ফ্ল্যাট (Flat ) কেনেন। কর্ম জীবনে উন্নতি পেয়ে স্বভাবতই খুশি হয়ে অনেক টাকা খরচ করে ফ্ল্যাট বুক করেন। তারপর এক অজানা কারণেই অনেকের জীবনের সেই খুশির মুহূর্ত হারিয়ে যায়। এর কি সত্যিই কোনও কারণ আছে, সব সময় হয়তো আপনার মাথায় চলতে থাকে। কিন্তু অসুবিধায় পড়ার আগেই যদি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাস্তুর কয়েকটি নিয়ম (Vastu Tips) মেনে চলেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনও বাধাই আর আসেনা। তাহলে জেনে নিন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বাস্তু তন্ত্রের কয়েকটি রীতিনীতি- 

১। ফ্ল্যাট কেনার সময় আপানার ফ্ল্যাটের বিল্ডিংটি যেনও বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আকারের হয়। 

Latest Videos

২। যেই সমস্ত ফ্ল্যাট বিল্ডিং এর দক্ষিণ বা পশ্চিম দিকে বিশাল বড় জলাধার থাকে, সেই সমস্ত বিল্ডিং গুলি এড়িয়ে চলুন। 

৩।  যেই  ফ্ল্যাট বিল্ডিং এর প্রধান গেট পূর্ব এবং উত্তরপূর্ব দিক বরাবর, সেইগুলিই নির্বাচন করুন। 

আরও পড়ুন- আর্থিক সমস্যা দূর করতে বৃহস্পতিবার পালন করুন এই নিয়ম, কাটিয়ে উঠুন সমস্যা

আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

আরও পড়ুন-হাতে এক মাসেরও কম সময়, সন্ধিপুজো থেকে অষ্টমী আরতী, চটজলদি জেনে নিন এবার দুর্গাপুজোর নিঘন্ট

৪।  আপনার ফ্ল্যাটের রান্নাঘরটি যেনও কখনই আপনার ঘরেই প্রধান দরজার পাশেই না হয়। রান্নাঘরটি মুখ সবসময় পূর্ব দিকে হওয়া উচিত। 

৫।  যেই ফ্ল্যাট বিল্ডিং এর বারান্দা, দক্ষিণ-পশ্চিম দিকে সেই সমস্ত ফ্ল্যাট এড়িয়ে চলুন।

৬।  ফ্ল্যাট কেনার সময় আরও একটি মূল্যবান জিনিস মাথায় রাখুন।  আপানার ফ্ল্যাটের বিল্ডিং এর উত্তর বা উত্তর-পূর্ব দিকটি যেনও খোলা থাকে। তাতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। 

বাস্তু তন্ত্রের এই  নিয়ম গুলি মেনে , আপনি যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার জীবনে খুশির দিন ফিরে আসবে। 

  

 

 

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের