পূর্ব জন্মে কেমন ছিলেন আপনি, জানিয়ে দেবে এই ছোট্ট নিয়ম

অনেক মানুষই জানতে চান তাদের অতীত সম্পর্কে। সেই অতীত যা ফেলে এসেছেন তাঁরা পূর্ব জন্মে। কীভাবে জানবেন তা, ছোট্ট একটা অঙ্ক সমাধান করছে সেই প্রশ্নের।

জ্যোতিষ শাস্ত্রের (Astrology) নানা নিয়ম রয়েছে। সেখান থেকে জানা যায়, আপনার ভবিষ্যত (Future) কেমন হবে। কেমন যাবে সামনে দিনগুলো (Near Future), সামনে জীবন কেমন কাটবে ইঙ্গিত মেলে তার। কিন্তু পূর্ব জন্মের (Past Life) কথা কতজন জানতে পারেন, কেমন ছিল সেসময়, কেমন ছিলেন আপনি, সেসম্পর্কে জানা প্রায় অজানাই থেকে যায়। পরজন্ম অর্থাৎ মৃত্যুর পর কী হবে আর পূর্বজন্ম অর্থাৎ বর্তমান জন্মের আগে আমি কী ছিলাম এই প্রশ্ন প্রত্যেকের মনেই কোনও না কোনও সময় এসেছে। কিন্তু পৃথিবীর কোনও শাস্ত্রেই তা জানা সম্ভব নয় যদি না কেউ জাতিস্মর হয়। তবে আন্দাজ করা যেতে পারে। সংখ্যা তত্ত্বকে কাজে গত জন্মের ব্যাপারে কিছুটা হলেও জানা সম্ভব।

অনেক মানুষই জানতে চান তাদের অতীত সম্পর্কে। সেই অতীত যা ফেলে এসেছেন তাঁরা পূর্ব জন্মে। কীভাবে জানবেন তা, ছোট্ট একটা অঙ্ক সমাধান করছে সেই প্রশ্নের। দেখুন...। 

Latest Videos

প্রথমেই আপনার জন্ম তারিখে থাকা প্রতিটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। ধরা যাক আপনার জন্ম তারিখ ০৫.০৭.১৯৮৪। এবার এই সংখ্যাগুলোকে যোগ করুন ০+৫+০+৭+১+৯+৮+৪= ৩৪। এবার ৩+৪=৭। এই ৭ নম্বরটা হল আপনার লাইফ পাথ নম্বর।

এবার আপনার নাম থেকে স্বরবর্ন খুঁজে তা যোগ করুন এই প্রদত্ত মান ধরে। A-1,E-5,I-9,o-6,u-3। ধরা যাক আপনার নাম তারা, অর্থাৎ Tara, এখান থেকেই স্বরবর্ণ বার করুন। তা হলে ওই নামের মধ্যে দুটিই স্বরবর্ণ রয়েছে a। অর্থাৎ 1+1=2। তাহলে এটি হল আপনার ইনার নিড নম্বর। তা হলে আপনার পাথ নম্বর এবং ইনার নিড নম্বর যোগ করতে হবে ৭+২= ৯। তাহলে তারার গত জন্মের নম্বর দুই। এবার দেখে নেওয়া যাক আগের জন্মে নম্বর অনুযায়ী কে কেমন ছিলেন-

১. কোনও কিছু নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন।
২. প্রেমিক সত্তা প্রবল ছিল গত জন্মে তার কিছুটা প্রভাব পড়েছে এ জন্মে।
৩. কোনও নামী দামি শিল্পী ছিলেন অথবা সৃজন শিল্পে একটি ছিলেন।
৪. গত জন্মে অত্যন্ত দরিদ্র ছিলেন এবং সংগ্রামী মনোভাব ছিল।
৫. যে কোনও ধরনের লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
৬. ধর্ম ভীরু বা দয়ালু মানুষ ছিলেন।
৭. গত জন্মে শিক্ষক বা ধর্মগুরু ছিলেন।
৮. চিকিত্সা সংক্রান্ত যে কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
৯. ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন।

Share this article
click me!

Latest Videos

Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope