ঠাকুর ঘরে এই ভুল কখনোই নয়, জীবনে আসতে পারে চরম দুর্দশা

Published : May 04, 2020, 03:25 PM ISTUpdated : May 04, 2020, 03:42 PM IST
ঠাকুর ঘরে এই ভুল কখনোই নয়, জীবনে আসতে পারে চরম দুর্দশা

সংক্ষিপ্ত

মানব জীবনে কর্মফল অনুযায়ী ব্যক্তি তাঁর জীবন ভোগ করেন সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে মেনে চলা উচিত ঠাকুর ঘরের কিছু নিয়ম প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ  এই ঠাকুর ঘরেরও কয়েকটি নিয়ম আছে  

প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু এই ঠাকুরঘরেরও কয়েকটি নিয়ম আছে। ঠাকুর ঘরে অনেক সময়েই আমরা অনেক ঠাকুরের ছবি বা প্রতিকৃত রাখতে গিয়ে অজান্তেই কিছু ভুল করে ফেলি। যার ফলে দুর্বিসহ হয়ে ওঠে জীবন যাপন। তাই সেই সকল ছোটখাটো সমস্যা কাটিয়ে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে মেনে চলা উচিত ঠাকুর ঘরের কিছু নিয়ম। 

আরও পড়ুন- মানসিক চাপ থেকে মুক্তি পেতে, মনে রাখুন বাস্তুর এই ৫ গুরুত্বপূর্ণ নিয়ম

মানব জীবনে কর্মফল অনুযায়ী ব্যক্তি তাঁর জীবন ভোগ করেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক কোনও সমস্যা না থাকা সত্ত্বেও অনেকেই অযাচিত কিছু সমস্যায় বার বার জড়িয়ে পরেন। শাস্ত্র মতে, এমন কিছু ঠাকুরের ছবি আছে যেগুলি পাশাপাশি রাখলে হতে পারে মহা সমস্যা। তাই সমস্য়া কাটিয়ে উঠতে জেনে নিন ঠাকুর ঘরে কোন কোন ঠাকুরের ছবিগুলি পাশাপাশি রাখলে হতে পারে জটিল সমস্যা। জেনে নিন সেই সমস্যাগুলি-

আরও পড়ুন- গোপনে অনেকেই অপছন্দ করেন আপনাকে, রাশি অনুযায়ী জেনে নিন সেই কারণ

ঠাকুর ঘর কখনই তালা বন্ধ করে রাখবেন না। 
রান্নাঘরের বিপরীতে বা রান্নাঘরের কাছাকাছি যেন ঠাকুরঘর না হয়। 
ঠাকুর ঘর সব সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 
বাড়িতে আলাদা করে ঠাকুর ঘর রাখার চেষ্টা করুন।  
বাথরুমের সামনে বা কাছাকাছি যেন ঠাকুরঘর না থাকে। 
মন্দিরে বহু সংখ্যক ঠাকুর রাখা যায়, তবে তা রাখার ক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম। সেগুলি জেনে তবেই রাখুন।
একই ঘরে ঠাকুরের তিনটি মূর্তি রাখা উচিত নয়। 
ঠাকুরঘরে শিবলিঙ্গ রাখাও বিপজ্জনক। কারণ, শিবলিঙ্গ রাখলে তাঁকে নিয়মিত নিয়ম মেনে পুজো করা উচিত। না হলে ঘরে অশান্তি তৈরি হয়।  

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল