কাঁদুনে স্বভাবের হয় এই রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এই তালিকায় আপনি নেই তো

কেউ সাহসী, কেউ ভীতু, কেউ অহংকারী আবার কেউ মিষ্ট স্বভাবের। আবার অনেকে আছেন যারা একটুতেই ভয় পেয়ে যায়, অনেকে একটুতেই কেঁদে ফেলেন। জ্যোতিষ মতে (Astrology), রাশি বলে দেয় কে কেমন স্বভাবে। রাশি দেখে জেনে নিন কারা বেশি কাঁদুনে স্বভাবের হয়।  

এক এক জনের স্বভাব এক এক রকম। কেউ সাহসী, কেউ ভীতু, কেউ অহংকারী আবার কেউ মিষ্ট স্বভাবের। আবার অনেকে আছেন যারা একটুতেই ভয় পেয়ে যায়, অনেকে একটুতেই কেঁদে ফেলেন। জ্যোতিষ মতে (Astrology), রাশি বলে দেয় কে কেমন স্বভাবে। রাশি দেখে জেনে নিন কারা বেশি কাঁদুনে স্বভাবের হয়।  

কর্কট রাশি
কর্কট রাশির ছেলে মেয়েরা মনের দিক দিয়ে খুবই ভোলা। এর সহজে মানুষের সঙ্গে মিশতে পারেন। কিন্তু, এরা সামান্য ঘটনাতেই ভেঙে পড়ে। এরা আঘাত সহ্য করতে পারে না। কাঁদুনে স্বভাবের হন কর্কট রাশির ছেলে মেয়েরা। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির মেয়েদের থেকে সামধান। কথায় কথায় চোখের জল ফেলেন এরা। অল্পতেই ভয় পেয়ে যান। কুম্ভ রাশির ছেলে মেয়েরা মনের দিক দিয়ে খুবই ভালো। কিন্তু, এরা কাঁদুনে স্বভাবের হয়ে থাকেন। দয়ালু, ক্ষমতাশীল মানসিকতার অধিকারী হন কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকারা। এরা বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচিত। এরা অভাবী লোকেদের পাশে দাঁড়াতে পছন্দ করেন।

Latest Videos

মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি (Pisces)। এই রাশির অধিকর্তা হলেন বৃহস্পতি। মীন রাশির ছেলে-মেয়েরা খুবই সংবেদনশীল স্বভাবের হয়। এরা সৎ ও পরোপকারী হয়ে থাকে। মীন রাশির ছেলে মেয়েরাও কাঁদুনে স্বভাবের হন। এরা দয়ালু প্রকৃতির। কারও দুঃখ সহ্য করতে পারেন না। এরা নিজেরাও আঘাত পেলে কেঁদে ফেলেন। এই রাশির মেয়েদের থেকে সাবধান। এদের চোখের জল কিন্তু, সব সময় বের হওয়ার জন্য অপেক্ষায় থাকে। 

তুলা রাশি়
দয়ালু স্বভাবের হয়ে থাকে তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এরা নিঃস্বার্থতার সঙ্গে যে কোনও পরিস্থিতি সামাল দিয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকারা যে কোনও কঠিন পরিস্থিতও খুব সহজে সামাল দিতে পারেন। তবে এরা কথায় কথায় কেঁদে ফেলন। জ্যোতিষ মতে, কাঁদুনে স্বভাবের হন তুলা রাশির মেয়েরা। 

সিংহ রাশি
হাসি খুশি জীবন যাপন করতে পছন্দ করেন সিংহ রাশির ছেলে মেয়েরা। সিংহ রাশির ছেলে মেয়েদের মন খুবই ভালো হয়। এরা ফ্লার্টিং-এ খুবই পারদর্শী। তবে, জানেন কি এরা বড্ড কাঁদুনে স্বভাবের হয়। এমনই মত জ্যোতিষের। তাই এদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান। 

আরও পড়ুন- সূর্যাস্তের সময় ভুলেও এই কাজ করবেন না, হতে পারে আর্থিক ক্ষতি

আরও পড়ুন- নিজেই দেখুন নিজের ভাগ্য, হস্তরেখা বলে দেবে কবে বাঁধা পড়বেন সাত পাকে

আরও পড়ুন- তোতা পাখির মূর্তি দূর করবে সকল দুর্ভোগ, ঘর সাজান বাস্তু টোটকা মেনে
 

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo