সকালের এই তিন অভ্যেস আর্থিক উন্নতি ঘটাবে, জেনে নিন কী কী করবেন, রইল টোটকা

Published : Mar 26, 2022, 07:40 PM IST
সকালের এই তিন অভ্যেস আর্থিক উন্নতি ঘটাবে, জেনে নিন কী কী করবেন, রইল টোটকা

সংক্ষিপ্ত

মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে উঠে তিনটি কাজ করতে পারেন। শাস্ত্র মতে এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।  তাছাড়া, শাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক শক্তি (Negative Energy) তৈরি হলে তা সব উন্নতিতে বাধা দেয়। দেখা দিতে পারে আর্থিক বাধা। সেক্ষেত্রেও এই টোটকা বেশ উপকারী।  

সকলেই চান আর্থিক সমৃদ্ধি হোক। আর্থিক বৃদ্ধির (Financial Increase) জন্য চলে কঠোর পরিশ্রম। আর্থিক বৃদ্ধি ও সঞ্চয়ের জন্য চলে হিসেব নিকেশ। কিন্তু, সবেতে যে অর্থ রক্ষা করা সম্ভব হয় এমন নয়। মা লক্ষ্মীর কৃপা পাওয়া চারটি খানি কথা কথা। কখনও বা কৃপা পেতে, তা ধরে রাখাও সহজ নয়। কথায় আছে মা লক্ষ্মী চঞ্চলা। সে কারণে তিনি স্থানে বেশিদিন থাকেন না। মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে উঠে তিনটি কাজ করতে পারেন। শাস্ত্র মতে এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।  তাছাড়া, শাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক শক্তি (Negative Energy) তৈরি হলে তা সব উন্নতিতে বাধা দেয়। দেখা দিতে পারে আর্থিক বাধা। সেক্ষেত্রেও এই টোটকা বেশ উপকারী।  

রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিন। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের (Tulsi Tree) গুরুত্ব বিস্তর। এই গাছকে মা লক্ষ্মী মনে করা হয়। সে কারণে প্রতিটি বাড়িতে তুলসী গাছ রাখার রীতি ছিল। বর্তমান, অনেকেই বাড়ির বারান্দা কিংবা ছাদে তুলসী গাছ রেখে থাকেন। এবার থেকে রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিন। শাস্ত্র মতে, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। 

স্নান সেরে সূর্য দেবকে জল দিন। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। সূর্য দেবতাকে (Lord Sun) আদি দেবতা হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় তাঁর কৃপা পেলে সম্মান বাড়ে। ঘটে আর্থিক বৃদ্ধি। এবার থেকে রোজ সকালে স্নান সেরে সূর্য দেবতাকে জল অর্পন করুন। শাস্ত্র মতে, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।   

ঘর মোছার সময় বালতিতে ১ চামচ নুন (Salt) ফেলে দিন। সেই নুন দিয়ে ঘর মুছুন। এতে সমস্ত দোষ কেটে যাবে। ঘর মোছার জলে নুন ফেলে দিলে নেতিবাচক শক্তি দূর হবে। সঙ্গে দূর করে আর্থিক সংকট। আবার এই টোটকায় রয়েছে বিজ্ঞানের যুক্তি। মনে করা হয়, নুন জল ঘর মুছলে জীবাণুও দূর হয়। স্নানের সময়ও নুন জলে স্নান করতে পারেন। স্নানের (Bath) বালতিতে ১ চিমটে নুন ফেলে দিন। এই জল দিয়ে স্নান করুন। মনে করা হয়, এতে আপনার ওপর যদি কারও কু দৃষ্টি পরে তা হলে তা দূর হবে। লোকের কুনজরেরও আর্থিক ক্ষতি হতে পারে। তাই সেই সমস্যা দূর হবে এই টোটকা মেনে চললে। 

আরও পড়ুন- ধনসম্পত্তি বৃদ্ধি হবে মাছের গুণে, ঘর সাজান পেতল বা রূপোর মাছ দিয়ে

আরও পড়ুন- আপনার রাশি কি মেষ, জেনে নিন কোন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য জীবন সুখের হবে

আরও পড়ুন- অর্থকষ্টে ভুগছেন, রাতে বালিশের নিচে এই ৩ জিনিস রাখলে দূর হবে সমস্যা
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল