সকালের এই তিন অভ্যেস আর্থিক উন্নতি ঘটাবে, জেনে নিন কী কী করবেন, রইল টোটকা

মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে উঠে তিনটি কাজ করতে পারেন। শাস্ত্র মতে এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।  তাছাড়া, শাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক শক্তি (Negative Energy) তৈরি হলে তা সব উন্নতিতে বাধা দেয়। দেখা দিতে পারে আর্থিক বাধা। সেক্ষেত্রেও এই টোটকা বেশ উপকারী।  

সকলেই চান আর্থিক সমৃদ্ধি হোক। আর্থিক বৃদ্ধির (Financial Increase) জন্য চলে কঠোর পরিশ্রম। আর্থিক বৃদ্ধি ও সঞ্চয়ের জন্য চলে হিসেব নিকেশ। কিন্তু, সবেতে যে অর্থ রক্ষা করা সম্ভব হয় এমন নয়। মা লক্ষ্মীর কৃপা পাওয়া চারটি খানি কথা কথা। কখনও বা কৃপা পেতে, তা ধরে রাখাও সহজ নয়। কথায় আছে মা লক্ষ্মী চঞ্চলা। সে কারণে তিনি স্থানে বেশিদিন থাকেন না। মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে উঠে তিনটি কাজ করতে পারেন। শাস্ত্র মতে এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।  তাছাড়া, শাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক শক্তি (Negative Energy) তৈরি হলে তা সব উন্নতিতে বাধা দেয়। দেখা দিতে পারে আর্থিক বাধা। সেক্ষেত্রেও এই টোটকা বেশ উপকারী।  

রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিন। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের (Tulsi Tree) গুরুত্ব বিস্তর। এই গাছকে মা লক্ষ্মী মনে করা হয়। সে কারণে প্রতিটি বাড়িতে তুলসী গাছ রাখার রীতি ছিল। বর্তমান, অনেকেই বাড়ির বারান্দা কিংবা ছাদে তুলসী গাছ রেখে থাকেন। এবার থেকে রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিন। শাস্ত্র মতে, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। 

স্নান সেরে সূর্য দেবকে জল দিন। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। সূর্য দেবতাকে (Lord Sun) আদি দেবতা হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় তাঁর কৃপা পেলে সম্মান বাড়ে। ঘটে আর্থিক বৃদ্ধি। এবার থেকে রোজ সকালে স্নান সেরে সূর্য দেবতাকে জল অর্পন করুন। শাস্ত্র মতে, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে।   

ঘর মোছার সময় বালতিতে ১ চামচ নুন (Salt) ফেলে দিন। সেই নুন দিয়ে ঘর মুছুন। এতে সমস্ত দোষ কেটে যাবে। ঘর মোছার জলে নুন ফেলে দিলে নেতিবাচক শক্তি দূর হবে। সঙ্গে দূর করে আর্থিক সংকট। আবার এই টোটকায় রয়েছে বিজ্ঞানের যুক্তি। মনে করা হয়, নুন জল ঘর মুছলে জীবাণুও দূর হয়। স্নানের সময়ও নুন জলে স্নান করতে পারেন। স্নানের (Bath) বালতিতে ১ চিমটে নুন ফেলে দিন। এই জল দিয়ে স্নান করুন। মনে করা হয়, এতে আপনার ওপর যদি কারও কু দৃষ্টি পরে তা হলে তা দূর হবে। লোকের কুনজরেরও আর্থিক ক্ষতি হতে পারে। তাই সেই সমস্যা দূর হবে এই টোটকা মেনে চললে। 

Latest Videos

আরও পড়ুন- ধনসম্পত্তি বৃদ্ধি হবে মাছের গুণে, ঘর সাজান পেতল বা রূপোর মাছ দিয়ে

আরও পড়ুন- আপনার রাশি কি মেষ, জেনে নিন কোন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য জীবন সুখের হবে

আরও পড়ুন- অর্থকষ্টে ভুগছেন, রাতে বালিশের নিচে এই ৩ জিনিস রাখলে দূর হবে সমস্যা
 

Share this article
click me!

Latest Videos

২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |