লেখাপড়ায় মনযোগের অভাব! বাস্তুশাস্ত্র মতে মেনে চলুন এই টোটকা, ফল পাবেন হাতেনাতে

  • জানুন পড়তে বসার কৌশল
  • বাস্তুশাস্ত্র অনুযায়ী জানুন পড়তে বসার সঠিক জায়গা
  • পড়ায় মন বসাতে মেনে চলুন কিছু টিপস
  • নজর রাখুন বাড়ির বাস্তুর ওপর

পড়তে বসতে ইচ্ছে নেই বাড়ির শিশুটির, কিংবা কলেজ পড়ুয়ার পড়ার প্রতি ক্রমেই কমছে মনোযোগ। এখন উপায়! সর্বদা বকে বা শাসন করেই যে সমাধানসূত্র পাওয়া যাবে এমনটাও নয়। বাড়ির বাস্তুর ওপরও তা নির্ভর করে অনেকখানি। ফলেই বাড়ির বিশেষ কিছু বিষয়ের প্রতি নজর রাখুন। দেখবেন লেখা পড়ার দিক থেকে অনেকখানি উন্নতি লক্ষ্য করছেন কয়েকদিনের মধ্যেই।

আরও পড়ুনঃ জীবনে সাফল্য পেতে চান, বাস্তুশাস্ত্র অনুসারে মেনে চলুন এই সহজ টোটকা

Latest Videos

তাই কতগুলি সহজ কৌশলের হদিশ রইলঃ
১. চৌক বা পুরো গোল টেবিলে লেখাপড়া ভালো হয়। তাই সেই দিকে নজর দিয়েই বাড়িতে পড়ার টেবিল নিয়ে আসুন।
২. পড়তে বসার সঠিক জায়গা হল উত্তর দিকে ণুখ করে। এতে পড়া ভালো হয় এবং তা মনেও থাকে। মনযোগ বাড়াতেও সাহায্য করে থাকে। 
৩. পড়ার সময় দেওয়ালে পিঠ দিয়ে বসুন। দেখবেন পড়ার প্রতি ইচ্ছাশক্তি অনেকখানি বেড়ে গিয়েছে। তাই এই দিকে নজর দিয়েই নিজের পড়ার জায়গা ঠিক করুন।
৪. পড়ার ঘরের রং সর্বদা হালকা রাখুন। লেমন রং বা হালকা হলুদ রঙের ঘরেই পড়তে বসাই ঠিক। এতে মন শান্ত থাকে।
৫. বাড়ির যদি উত্তর পশ্চিম দিকের কোণ দক্ষিণ পূর্বের থেকে বেশি বড় হয় তবে সমস্যা বাড়ে। তাই সবসময় উত্তর পশ্চিম কোণ উঁচু রাখুন। 


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি