সংক্ষিপ্ত
- উত্তর-পূর্ব কোণে বসে ধ্যান প্রাণায়াম করুন
- সন্তানের পড়ার টেবিলটা ঘরের পূর্বদিকে রাখুন
- অর্থের যোগান বজায় রাখতে দেওয়ালে লাল রঙের ঘোড়ার ছবি লাগান
- ভবিষ্যত জীবনকে সুখকর করতে খাটের নীচ ফাঁকা রাখুন
জীবনে সফল কে না হতে চায়, তবে এই সাফল্য ধরে রাখাই সবথেকে বড় কথা। আর সেজন্য পরিশ্রমের পাশাপাশি বাস্তুশাস্ত্রবিদরা বলেন কয়েকটি টোটকা মেনে চলতে। কারণ অনেক ক্ষেত্রেই অতিরিক্ত পরিশ্রম করা হলেও ঠিক সময়ে সাফল্য আসে না। তাই জীবনে যদি সাফল্য পেতে চান এবং সাফল্যকে ধরে রাখতে চান তাহলে এই টোটটকাগুলি মেনে চলুন।
১) আপনার মন যদি হয় চঞ্চল হয় বা কোনও কাজে যদি মন স্থির করতে না পারেন তাহলে ঘরের উত্তর-পূর্ব কোণে বসে থাকুন এবং পারলে সেখানে বসেই ধ্যান বা মনোসংযোগ করুন।
২) পড়ার টেবিলটা ঘরের পূর্বদিকে রাখুন। এবং পূর্বদিকে মুখ করেই সন্তানকে পড়তে বসান। ভাল ফল পাবেন।
৩) ঘরের যেকোনও দেওয়ালে লাল রঙের ঘোড়ার ছবি লাগান, এতে অর্থের আগমণ খুব দ্রুত হবে।
৪) অনেকেরই প্রবণতা রয়েছে বাড়িতে খাটের নীচে জিনিসপত্র বোঝাই করে রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্রবিদরা বলেন, এইভাবে খাটের নীচে জিনিসপত্র বোঝাই করে রাখা উচিত নয়। বরং খাটের নীচ ফাঁকা রাখলে ভবিষ্যত জীবন সুখকর হবে, জীবনে আসবে সাফল্য।
৫) ঘরের উত্তর-পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম। এতে জীবনের উন্নতি তরান্বিত হবে।
৬) বাথরুম কখনওই বাড়ির সদর দরজার দিকে তৈরি করবেন না। এতে আপনার পরিবারের ওপর বিপদের আশঙ্কা বাড়বে।
৭) সংসারে উন্নতি ঘটাতে এবং সংসারের শ্রী-বৃদ্ধি করতে রান্নাঘরে গ্যাস এবং জলের কলের মধ্যে দূরত্ব বজায় রাখুন।