হলুদের গুণে দূর হবে বিয়ের বাধা, জেনে নিন কীভাবে মেনে চলবেন হলুদের টোটকা

Published : Apr 02, 2022, 08:00 PM IST
হলুদের গুণে দূর হবে বিয়ের বাধা, জেনে নিন কীভাবে মেনে চলবেন হলুদের টোটকা

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, গ্রহের ফেরে এমন হতে পারে। বিয়ের বাধা কাটাতে এবার হাতিয়ার করুন হলুদ। শাস্ত্র মতে, হলুদের গুণে কেটে যেতে পারে বিয়ের বাধা। হলুদের গুণে দূর হবে বিয়ের বাধা। বিয়েতে ক্রমাগত বাধা এলে একটি বিশেষ টোটকা মেনে চলুন। বৃহস্পতিবার গণেশকে হলুদ দিয়ে পুজো দিন। এতে কেটে যাবে বিয়ের বাধা।   

বারে বারে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। কথা-বার্তা অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত আর সম্পর্ক ভেঙে যাচ্ছে। এদিকে মেয়ে হিসেবে আপনি খারাপ নন। শিক্ষিত, কর্মরত, রূপেও সুন্দরী আপনি। বহুদিন ধরে চেষ্টার পরও বিয়ে নিয়ে এমন বাধা আসলে সতর্ক হন। শাস্ত্র মতে, গ্রহের ফেরে এমন হতে পারে। বিয়ের বাধা কাটাতে এবার হাতিয়ার করুন হলুদ। শাস্ত্র মতে, হলুদের গুণে কেটে যেতে পারে বিয়ের বাধা।  

হলুদের গুণে দূর হবে বিয়ের বাধা। বিয়েতে ক্রমাগত বাধা এলে একটি বিশেষ টোটকা মেনে চলুন। বৃহস্পতিবার গণেশকে হলুদ দিয়ে পুজো দিন। এতে কেটে যাবে বিয়ের বাধা।  

বিয়ের বাধা কাটাতে মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করতে পারেন। বাড়িতে লক্ষ্মী ও বিষ্ণুর ছবিতে একটি টোটকা করুন। একটি হলুদের টুকরো কাগজে মুড়ে ছবির পিছনে রেখে দিন। এতে কেটে যাবে বিয়ের বাধা। 
বৃহস্পতিবার স্নানের পর সাতটি হলুদ জিনিস একটি কাপড়ে বেঁধে দেবতাকে স্মরণ করুন। যেমন, হলুদ কাপড়, হলুদ ফুল, ছোলার ডাল, গুড় ও হলুদ টুকরোর মতো জিনিস একটি কাপড়ে বেঁধে নিন। তা দেবতাকে উৎসর্গ করুন। তারপর তা বাড়ির কোনও গুপ্ত স্থানে রেখে দিন। এমন জায়গায় রাখবেন যেন তা কারও চোখে না পড়ে। 

এছাড়াও, বৃহস্পতি গ্রহ দুর্বল হলে হলুদের টোটকা করতে পারেন। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজো করুন। পুজোর পর নিজের হাতে বা গলায় কাঁচা হলুদ লাগান। এমনকী, ধারণ করতে পারেন কাঁচা হলুদের টুকরো।
দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন হলুদের গুণে। দীর্ঘ অসুস্থ থাকলে দরিদ্রদের হলুদ দান করুন। কমপক্ষে ২১টি বৃহস্পতিবার এমন টোটকা মেনে চলুন। এতে রোগ মুক্ত জীবন পাবেন।
বাড়িকে কারও কুনজর থেকে রক্ষা করতে বাড়ির দেওয়ালে হলুদ দিয়ে রেখা কাটুন। এতে বাড়িতে কোনও অশুভ শক্তির আগমন ঘটবে না। পরিবারের সকলে রক্ষা পাবেন হলুদের গুণে।   
বাচ্চাদেরও হলুদ ধারণ করাতে পারেন। কারও কুনজর থেকে বাঁচতে একটুকরো হলুদ সুতোয় করে পরিয়ে দিন। এতে কারও নজর লাগবে না। এই সকল টোটকা নিষ্ঠার সঙ্গে পালনে উপকার পাবেন। কেটে যাবে সকল বাধা। আর্থিক বাধাও কেটে যায় হলুদের গুণে। এই টোটকা মেনে চললে হলুদের গুণে দূর হবে বিয়ের বাধা। 

আরও পড়ুন- এই রত্ন দুটি ধারণ করার আগে সাবধান, একটু ভুলে তছনছ হয়ে যেতে পারে আপনার জীবন

আরও পড়ুন- মিশুকে স্বভাবের তুলা রাশির মেয়েরা সবেতে যুক্তি খোঁজেন, রইল তাদের সম্পর্কে কয়টি অজানা কথা

আরও পড়ুন- স্বাক্ষর বলে দেয় কোনও ব্যক্তির কেমন স্বভাব-ব্যক্তিত্ব - কীভাবে, জেনে নিন কয়েকটি সহজ উপায়

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল