বাস্তুর নিয়ম মেনে বাড়ির ঠাকুর ঘর বানান, পরিবারের সব সমস্য়া দূর করুন

  •  বাড়ির ঠাকুর ঘর সবসময় পূর্ব দিকে থাকা উচিত
  •  ঠাকুর ঘরের রঙ সাদা, হলুদ বা হালকা নীল হলে ভাল হবে
  • ধাতব জিনিস দিয়ে বাড়ির ঠাকুর ঘর তৈরি করবেন না 
  •  বাথরুম বা রান্নাঘরের কাছে  ঠাকুর ঘর তৈরি করবেন না
     

প্রত্য়েকেই যেকোনও শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর ঘরে পার্থনা করেন। আর ঠাকুর ঘরের পজিটিভ শক্তি, প্রত্য়েকেরই আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তাই আপনার বাড়ির আরাদ্ধ দেবতার ঠাকুর ঘর কোথায় তৈরি করবেন সেটা ভেবে দেখা উচিত। তা না হলে, ভূল জায়গায় বাড়ির ঠাকুর ঘর তৈরি হলে আপনার পরিবারের অমঙ্গল হবে। তাই বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ি,  আপনার বাড়ির মন্দিরের কোথায় করবেন, জেনে নিন-

১। বাড়ির ঠাকুর ঘর সবসময় পূর্ব দিকে থাকা উচিত। কারন পূর্ব দিকে যেহেতু সূর্যদয় হয়, তাই পূর্ব দিককে শুভ শক্তির আধার বলে ধরা হয়।

Latest Videos

২। বাথরুম বা রান্নাঘরের কাছাকাছি কখনই আপনার বাড়ির আরাদ্ধ দেবতার ঠাকুর ঘর তৈরি করবেন না। এতে  আপনার পরিবারের অমঙ্গল হবে।

৩। বাড়ির ঠাকুর ঘরের জানালা-দরজা সবসময়  পূর্ব দিকে বা উত্তর-পূর্ব দিকে বানানো উচিত।

৪। ধাতব কোনও জিনিস দিয়ে বাড়ির ঠাকুর ঘর তৈরি করবেন না। বাড়ির ঠাকুর ঘর বা মন্দির বানানোর জন্য় মার্বেল বা অন্য় যেকোনও পাথর ব্য়বহার করতে পারেন। 

৫। ঠাকুর ঘরে, ঠাকুরের মুখ সবসময় পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে রাখুন।

৬। আপনার বাড়ির ঠাকুর ঘরের রঙ সাদা, হলুদ কিংবা হালকা নীল হলে ভাল হবে।


আশা করা যায়, বাস্তুর এই নিয়ম মেনে গুলি মেনে চললেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে।

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul