বাস্তু শাস্ত্র (Vastu Shastra) অনুসারে, আয়না হল জলের উপাদান। এই দ্রব্য অস্থিরতার সঙ্গে যুক্ত। তাই শাস্ত্র মতে, আয়না রাখা উচিত নয়। এতে বাস্তুদোষ তৈরি হয়। শাস্ত্র মতে, ঘরে আয়না থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে।
খাট (Bed), আলমারি আর একটা ড্রেসিং টেবিল (Dressing Table)- প্রায় সকলের শোওয়ার ঘরের আসবাবপত্র বলতে এই তিনটি জিনিস। এর সঙ্গে কারও ঘরে থাকে আরও একটি আলমারি কিংবা শো কেস। কিন্তু, জানেন কি সঠিক স্থানে এই সকল আসবাবপত্র (Furniture) না রাখলে হতে পারে বাস্তুদোষ। বিশেষ করে, ঘরের ঠিক দিকে আয়না (Mirror) রাখা দরকার। তা না হলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা দিতে পারে। এমনকী, দাম্পত্য কলহ বাঁধতে পারে এই বাস্তু ভুলে। জেনে নিন বাস্তু শাস্ত্রে আয়না নিয়ে কী মত বর্ণিত আছে।
বাস্তু শাস্ত্র (Vastu Shastra) অনুসারে, আয়না হল জলের উপাদান। এই দ্রব্য অস্থিরতার সঙ্গে যুক্ত। তাই শাস্ত্র মতে, আয়না রাখা উচিত নয়। এতে বাস্তুদোষ তৈরি হয়। শাস্ত্র মতে, ঘরে আয়না থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে।
শাস্ত্র মতে, ফলস সিলিং-এ আয়না (Mirror) লাগানো উচিত নয়। আজকাল অনেক বাড়িতেই ফসল সিলিং করা হয়। কিন্তু, ফলস সিলিং তৈরির সময় আয়না ব্যবহার না করাই ভালো। এতে বাস্তুদোষ তৈরি হয়। তাই গৃহ সজ্জার সময় এই কথা মাথায় রাখুন।
শোওয়ার ঘরে ভাঙা কিংবা জং ধরা আয়না রাখবেন না। এতে বাস্তু দোষ (Vastu Dosh) তৈরি হয়। ভাঙা আয়না বাড়িতে রাখা উচিত নয়। এতে বাস্তুদোষ তৈরি হয়।
ঘরে থাকা ওয়াড্রোবে আয়না থাকে অনেকেরই। ওয়াড্রোবে আয়না থাকলে ঢেকে রাখুন কাপড় দিয়ে। আয়না দেওয়া ওয়াড্রোব না কেনাই ভালো। একান্ত থাকলে তা সব সময় ঢেকে রাখুন। ব্যবহার করার সময় শুধু এই ঢাকা খুলবেন।
ঘরে যদি ড্রেসিং টেবিল (Dressing Table) থাকে, তাহলে তা সঠিক দিকে রাখুন। ড্রেসিং টেবিল রাখলে তা রাখুন পূর্ব দিকে। বাস্তু মতে, পূর্ব দিকে হওয়া শুভ। এতে কোনও বাস্তুদোষ তৈরি হয় না।
বাস্তুদোষ অনুসারে শোওয়ার ঘরে খাট (Bed) রাখবেন। শাস্ত্র মতে, এমন জায়গায় খাট রাখুন, যাতে খাট থেকে বসে আয়না না দেখা যায়। এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়। সঠিক দিকে খাট রাখুন।
শাস্ত্র মতে, শোওয়ার ঘরে ড্রেসিং টেবিল না রাখাই ভালো। আলাদা ঘরে ড্রেসিং টেবিল রাখলে তা রাখুন বাস্তু মেনে। বাস্তু মত অনুসারে তা উত্তর বা পূর্বে রাখুন। এতে কোনও বাস্তু দোষ তৈরি হবে না।
আরও পড়ুন: Vastu tips for slippers: ঘরে চপ্পল উল্টো হয়ে থাকলে তা মারাত্মক অশুভ, জেনে নিন বাস্তুর নিয়মগুলি
আরও পড়ুন: খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস ডেকে আনছে অমঙ্গল, জেনে নিন এই ভুলে কী কী ক্ষতি হতে পারে