চাকরিতে পদোন্নতি পেতে মেনে চলুন বাস্তু টিপস, এই কয়টি সহজ টোটকায় উপকৃত হবেন

বসের দেওয়ার টার্গেট (Target), বাড়তি কাজের চাপ- সব মিলিয়ে নাজেহাল অবস্থা। অনেকে তো কাজের চাপের জন্য পরিবারের লোকজনকে সময় দিতে পারে না। এত কিছু করেনও অনেক সময় কাজে শান্তি হয় না। সময় মতো কাজের প্রমোশন (Promotion) মেলে না। পরিশ্রম সত্ত্বেও ফল না পেলে মেনে চলুন জ্যোতিষ টোটকা। জেনে নিন কী কী করলে চাকরিতে উন্নতি হবে।

কঠিন পরিশ্রমের পর, তিন-চার রাউন্ড ইন্টারভিউ (Interview) দিয়ে মেলে চাকরি (Job)। তারপর লড়াই শেষ নয়। প্রতিদিনই চাকরিতে টিকে থাকার জন্য নানা রকম পরিশ্রম করতে হয়। বসের দেওয়ার টার্গেট (Target), বাড়তি কাজের চাপ- সব মিলিয়ে নাজেহাল অবস্থা। অনেকে তো কাজের চাপের জন্য পরিবারের লোকজনকে সময় দিতে পারে না। এত কিছু করেনও অনেক সময় কাজে শান্তি হয় না। সময় মতো কাজের প্রমোশন (Promotion) মেলে না। পরিশ্রম সত্ত্বেও ফল না পেলে মেনে চলুন জ্যোতিষ টোটকা। জেনে নিন কী কী করলে চাকরিতে উন্নতি হবে। 

যে ডেস্কে (Desk) বসে কাজ করেন, সেই ডেস্ক পরিষ্কার রাখুন। ডেস্ক ভর্তি রাখবেন না। ডেস্কের সামনে জায়গা রাখুন। ডেস্ক সাজিয়ে রাখুন। ডেস্ক নির্বাচনের সময় বিশেষ গুরুত্ব দেবেন। বৃত্তাকার ও ডিম আকৃতির টেবিল (Table) ব্যবহার করবেন না। সব সময় চৌকো আকৃতির টেবিল বেছে নিন। 

Latest Videos

কাঠের টেবিল বেছে নেবেন। কাঠের টেবিল (Table) ও চেয়ারে (Chair) বসে কাজ করুন। অফিসে কাজের জন্য কাঠের আসবাব বেছে নেওয়াই ভালো। যারা এখনও ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) করছেন, তারা টেবিলে বসে কাজ করুন। খাটে বসে কাজ করলে একদিকে যেমন কাজের গুণগত মান কমবে, তেমনই দেখা দিতে পারে বাস্তুদোষ। 

অফিসের কনফারেন্স রুম (Conference Room) খুবই গুরুত্বপূর্ণ। এই ঘর নির্বাচন করুন গুরুত্ব দিয়ে। অফিসের দক্ষিণ পশ্চিম দিকে কনফারেন্স রুম করুন। এই দিক ঘর নির্বাচন করা শুভ। তা না হলে, বাস্তুদোষ (Vastu Dosh) দেখা দিতে পারে। 
 
অফিস ঘরের দক্ষিণ পূর্বে সবুজ গাছ লাগান। সবুজ গাছ কর্মে উন্নতি ঘটায়। কাজের টেবিলে অনেকে গাছ রাখেন। তবে, ভুলেও ক্যাকটাস গাছ রাখবেন না। এতে তৈরি হয় বাস্তুদোষ। 
উত্তর পূর্ব দিকে মুখ করে কাজ করুন। এই দিকে বসে কাজ করলে দেখা দিতে পারে বাস্তুদোষ। এতে কাজে উন্নতি হয়। পূর্ব দিকে বসে পড়াশোনা করাও ভালো। চাকরি প্রার্থীরা এই দিকে বসে পড়াশোনা করুন। এতে চাকরি পেতে সুবিধা হবে।  

বাল্বের নিচে বসে কাজ করবেন না। বাল্বের নিচে টেবিল রাখবেন না। এতে বাস্তুদোষ তৈরি হয়। যা কর্মে উন্নতিতে বাধা দেয়। তাই এমন জায়গায় টেবিল রাখবেন না। এতে চাকরিক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। নিয়ম মেনে রাখুন অফিসের টেবিল।  

আরও পড়ুন- মহাদেবের প্রিয় এই জিনিসগুলো বিষ নয়, অমৃত সমান

আরও পড়ুন- শুধু কার্তিক-গণেশ নয় শিব পার্বতীর আছে আরও সন্তান, চিনে নিন তাঁদেরও

আরও পড়ুন- Maha shivratri 2022: কথিত আছে বিয়ের পর এখানে রাত কাটান শিব-পার্বতী, পরে সেখানেই তৈরি হয় মন্দিরের শহর
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari